ছুটি নিয়ে বিবাদের জেরে সহকর্মীদের প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি ছুরির কোপ মারলেন অমিত কুমার সরকার নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিউ টাউনের কারিগরি ভবনের সামনে। জানা গিয়েছে, হামলাকারী কারিগরি ভবনেরই কর্মী। এ দিন বেলা ১২টা নাগাদ নিউ টাউনের কারিগরি ভবনের ভেতরে ছুটি নিয়ে বেশ কয়েকজন সহকর্মীর সঙ্গে তাঁর বচসা হয়েছিল।
অফিসের বাইরে তিনি তিন সহকর্মীর উপর ছুরি নিয়ে হামলা চালান। একাধিকবার তাঁদের কোপ মারেন। এরপর ছুরি হাতে, পিঠে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হামলাকারী। দৃশ্যটি নজরে আসে ট্রাফিক পুলিশের। তাঁকে অস্ত্র ফেলে দেওয়ার জন্য আবেদন করেন ট্রাফিক পুলিশের ওই কর্মী। বারবার অনুরোধ করার পর ছুরি ফেলে দেন ওই ব্যক্তি। এরপর তাঁকে আটক করা হয়। ইতিমধ্যেই টেকনো সিটি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
আহত ৩ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। অমিতের কাণ্ডে রীতিমতো থ তাঁর সহকর্মীরা। এ দিন ছুরি নিয়ে হাঁটতে হাঁটতে অমিত বলেন, ‘আমার মাথা ঠান্ডাই ছিল। তারপর বাবাকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করল।’ ইতিমধ্যেই তাঁর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তাঁর কোনও মানসিক সমস্যা রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। কী নিয়ে বিবাদের সূত্রপাত? তার জের কতদূর গড়িয়েছিল? তাও খতিয়ে দেখা হচ্ছে।
(তথ্য সহায়তা: প্রশান্ত ঘোষ)