• SLST শিক্ষকদের কালীঘাট অভিযানের আগেই পুলিশি বাধা, উত্তেজনা রাজপথে
    এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি শিক্ষক-শিক্ষাকর্মীদের বিক্ষোভ রাজপথে। যোগ্য ও অযোগ্য আলাদা করার দাবিতে এই কর্মসূচি ঘিরে ময়দানে তুলকালাম। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে বৃহস্পতিবার কালীঘাট অভিযানের ডাক দেন ২০১৬ সালের এসএলএসটি শিক্ষকরা। ময়দান মেট্রোর এক নম্বর গেটের সামনে জমায়েতের ডাক দিয়েছিলেন তাঁরা। কিন্তু মিছিলের অনুমতি নেই বলে সেই জমায়েত সরানোর কথা বলে পুলিশ। তাকে কেন্দ্র করেই শুরু হয় ধস্তাধস্তি। ক্রমেই ধুন্ধুমার পরিস্থিতি হয়। জমায়েত সরাতে এসএলএসটি শিক্ষকদের টেনে হিঁচড়ে প্রিজ়ন ভ্যান, বাসে তোলা হয়।

    তাঁদের বক্তব্য, তাঁরা শান্তিপূর্ণ পদযাত্রা করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যেতে চেয়েছিলেন। পুলিশ বাধা দেয়। এমনকী, পুলিশ তাঁদের কোথায় নিয়ে যাচ্ছে, তাও তাঁদের জানানো হয়নি বলে অভিযোগ। এক শিক্ষক সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা শুধু দিদিকে জানাতে যাচ্ছিলাম, তিনি যেন আমাদের সঙ্গে থাকেন। আমরাও তো শিক্ষক। অথচ পুলিশ আমাদের সঙ্গে এমন ব্যবহার করছে, যেন আমরা চোর। কিন্তু আমাদেরও তো লড়তেই হবে। কারণ আমাদেরও পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে।’

    জানা গিয়েছে, এ দিন ময়দান মেট্রোর এক নম্বর গেটের সামনে জমায়েত করেন এসএলএসটি শিক্ষক-শিক্ষিকারা। পুলিশ গিয়ে তাঁদের সরে যেতে বলে। পুলিশ জনায়, কোনও মিছিলের অনুমতি নেই। এরই মধ্যে একদল শিক্ষক মিডলটন স্ট্রিট থেকে জীবনদীপ বিল্ডিংয়ের সামনে থেকে এসে মিছিল শুরু করে দেয়। তাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

    প্রসঙ্গত, ২০১৬ এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বাতিল হয় সম্পূর্ণ প্যানেল। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা হয়। সেই প্যানেলভুক্ত শিক্ষক-শিক্ষাকর্মীরা এ দিন পথে নামেন। তাঁদের বক্তব্য, ‘একটা প্যানেলের সকলে দুর্নীতিগ্রস্ত হতে পারে? ২৭ ডিসেম্বর থেকে ৬ ফেব্রুয়ারি হয়ে গেল। আমরা খোলা আকাশের নীচে ধর্মতলায় বসে আছি। কেউ কিছু ভাবছেই না আমাদের নিয়ে।’

  • Link to this news (এই সময়)