রাজপুর-সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকারের বাড়ির দেওয়াল বেয়ে তেল চুঁইয়ে পড়ার খবর সামনে এসেছিল কয়েক সপ্তাহ আগেই। তেলের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও। কিন্তু এখনও জানা যায়নি, সেই তেল কোথা থেকে বেরোচ্ছে। এরই মধ্যেই তেল চুঁইয়ে পড়ার পরিমাণ আরও বেড়েছে। বৃহস্পতিবার দুপুরে সেই তেলের নমুনা সংগ্রহ করেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দুই সদস্য। কী কারণে এই তেল বেরোচ্ছে? সেই উত্তর খুঁজে বার করার চেষ্টা করেন তাঁরা। বাড়ির বিভিন্ন অংশ-সহ গাছপালাতেও ঝরে পড়ছে তেল। স্বাভাবিকভাবেই বাড়ির সদস্যের কপালে চিন্তার ভাঁজ।
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধি দলের সদস্য ও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা জোনের ডিরেক্টর সৌরভ খাঁ বলেন, ‘আমরা তেলের নমুনা সংগ্রহ করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা ভোজ্য তেল। তবে এর উৎস মাটির নীচে নয় হলেই মনে হচ্ছে। সমস্ত পরীক্ষার পরেই এই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব।’
রতন সরকারের পরিবার জানান, তাঁরা গড়িয়ার ফরতাবাদ এলাকায় ৫০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন। বছরখানেক আগে বাড়ির ডানদিকের একাংশ থেকে হঠাৎই তেল চুইঁয়ে পড়তে দেখা যায়। প্রথমে পরিমাণ কম ছিল। কিন্তু পরে তা বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন।
এই সমস্যার কথা তাঁরা রাজপুর সোনারপুর পুরসভা, নরেন্দ্রপুর থানা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্ট, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে লিখিতভাবে জানান। এই তেলের উৎস কী, তাও জানতে চান।