• পাসপোর্ট ভেরিফিকেশন: সব থানাকে সতর্ক করল লালবাজার
    এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • পাসপোর্টের আবেদন যাচাই যাতে যথাযথ ভাবে করা হয়, সে ব্যাপারে কলকাতা পুলিশের প্রতিটি থানা ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অফিসারদের সতর্ক করল লালবাজার। এ ক্ষেত্রে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলে লালবাজার জানিয়েছে। ওই সতর্কবার্তায় বলা হয়েছে, পাসপোর্টের জন্য কেউ আবেদন করলে তাঁর নথিপত্র অনুপুঙ্খ ভাবে খতিয়ে দেখতে হবে। আবেদনকারী ভারতীয় কি না, সেটা সরেজমিনে খতিয়ে দেখতে তাঁর বাসস্থানে অবশ্যই যেতে হবে স্থানীয় থানার অফিসারকে।

    তা ছাড়া, পাসপোর্টের আবেদনের সঙ্গে যে সব নথি জমা দেওয়া হয়েছে, তার কোনওটি দেখে কোনও রকম সন্দেহ হলে ওই নথি যেখান থেকে বেরিয়েছে, সেই সংস্থার সঙ্গে পুলিশ অফিিসারকে যোগাযোগ করতে হবে। লালবাজার স্পষ্ট জানিয়েছে, আগামী দিনে কলকাতায় পাসপোর্ট নিয়ে কোনও অভিযোগ উঠলে সংশ্লিষ্ট থানার অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

    কলকাতা পুলিশের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। লালবাজার সূত্রের খবর, ওই বৈঠকে পাসপোর্টের ব্যাপারে একাধিক অনিয়মের ঘটনা নিয়ে আলোচনা হয়। সম্প্রতি পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে আলিপুর আদালতের এক বিচারকের প্রশ্নের মুখেও পড়েছিল কলকাতা পুলিশ। ওই ঘটনা নিয়ে কলকাতা পুলিশের এক কর্তা বলেন, ‘পাসপোর্ট তৈরির ক্ষেত্রে জন্মের যে শংসাপত্র দেওয়া হয়, সেগুলো জাল ছিল। এর বাইরেও বেশ কিছু নথি পাসপোর্টের আবেদনের সঙ্গে কয়েক জন জমা দিয়েছিলেন। সেগুলো সবই ভুয়ো। সে জন্যই সব থানাকে সতর্ক করা হয়েছে।’

    লালবাজারের শীর্ষকর্তাদের একাংশের সন্দেহ, পাসপোর্ট ভেরিফিকেশনে যে সব অফিসাররা যান, তাঁদের একাংশ ঠিকঠাক দায়িত্ব পালন করছেন না। নিয়ম হচ্ছে, কেউ পাসপোর্টের জন্য আবেদন করলে ভেরিফিকেশনের জন্য স্থানীয় থানার অফিসারদের যেতে হয়। অভিযোগ, এই তথ্য যাচাইয়ের সময়ে পুলিশকর্মী ও অফিসারদের একাংশের ঢিলেঢালা মনোভাবের কারণে ভুয়ো নথি জমা দিয়েও কেউ কেউ পাসপোর্ট হাতে পেয়ে যাচ্ছেন। এমনকী, অন্য দেশের নাগরিকের হাতেও চলে যাচ্ছে ভারতীয় পাসপোর্ট।

  • Link to this news (এই সময়)