বানতলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিকাশি নালা সাফাইয়ে বাড়তি সতর্কতা নিতে চলেছে কলকাতা পুরসভা। গত রবিবার সরস্বতী পুজোর দিন বানতলা এলাকায় নিকাশি নালায় কাজ করতে নেমে মৃত্যু হয় তিন শ্রমিকের। সেই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল প্রশাসন। ভাঙড়-১ পঞ্চায়েত সমিতি এলাকার বানতলায় এমন ঘটনা ঘটায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। ঘটনার জন্য কারা দায়ী, সে বিষয়ে বিস্তারিত তদন্ত করার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের উপর। পরিস্থিতি আঁচ করে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে নিকাশি নালা সাফাইয়ের ক্ষেত্রে সাবধানি পদক্ষেপ করতে চান কর্তৃপক্ষ। মূলত ঠিকাদারি সংস্থাগুলি মাধ্যমে পুরসভা এই ধরনের কাজ করে থাকে কলকাতা পুরসভা। তবে নিকাশি নালা সাফাই নিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা রয়েছে। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে যে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যেতে চাইছে পুরসভা।
কলকাতা পুরসভার একটি সূত্র জানাচ্ছে, সাধারণত কোনও নিকাশি নালা পরিষ্কার করার আগে ম্যানহোলের ঢাকনা দীর্ঘ ক্ষণের জন্য খুলে রাখা হয়। যাতে বিষাক্ত গ্যাস জমে থাকলে তা সহজেই বেরিয়ে যেতে পারে। তা ছাড়া নিকাশি নালা পরিষ্কারের ক্ষেত্রে বর্তমানে মেশিনের ব্যবহার শুরু করেছেন পুর কর্তৃপক্ষ। তাই সাফাইকর্মীদের নালার ভিতরে নামিয়ে পরিষ্কারের প্রয়োজন পড়ে না। তবে কোনও ক্ষেত্রে যদি সাফাইকর্মীদের নিকাশি নালার ভিতরে নামাতেই হয়, সে ক্ষেত্রে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই সংশ্লিষ্ট কর্মীকে নামানো হয়। এ ক্ষেত্রে দক্ষ ডুবুরি, অক্সিজেন মাস্ক এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিস সাফাইকর্মীর সঙ্গে দেওয়া হয়। সম্প্রতি দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে নিকাশি নালার ভিতরে সাফাইকর্মী নামিয়ে পরিষ্কার করার কাজ করা হয়েছে। এ ক্ষেত্রে যাবতীয় প্রস্তুতি নিয়েই সাফাইকর্মীকে নিকাশি নালার অন্দরে পাঠানো হয়েছিল। তাতে সুষ্ঠু ভাবেই নিকাশি নালা সাফাইয়ের কাজ করা গিয়েছে বলেই জানাচ্ছেন নিকাশি বিভাগের এক আধিকারিক। তাঁর কথায়, ‘‘কলকাতা পুরসভা যে ধরনের পরিকাঠামো তৈরি করে রেখেছে তাতে নিকাশি নালা পরিষ্কার করতে নেমে শ্রমিকদের সমস্যা হওয়ার কথা নয়। বানতলার ক্ষেত্রেও যদি উপযুক্ত পরিকাঠামো দিয়ে ওই শ্রমিকদের নিকাশি নালার কাজে নামানো হতো তা হলে মৃত্যু এড়ানো যেত। তবুও এই ধরনের ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং ঠিকাদারি সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে।’’
এ প্রসঙ্গে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিংহ বলেছেন, ‘‘বানতলার মতো ঘটনা কলকাতা পুরসভা এলাকায় কখনওই ঘটবে না। কারণ সুপ্রিম কোর্ট নির্দেশিকা দেওয়ার পরেই আমরা যাবতীয় পরিকাঠামো তৈরি করে রেখেছি। প্রথমত, কলকাতা শহরে আর নিকাশি নালা পরিষ্কার করতে সাফাইকর্মীদের নীচে নামতে হয় না। নেহাত কোনও পরিস্থিতিতে নালায় নামতে হলে, যাবতীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়।’’ তিনি আরও বলেন, ‘‘ঠিকাদারি সংস্থাগুলি এই কাজ করলেও, কলকাতা পুরসভার নিকাশি বিভাগ নজরদারি চালায়। এই ধরনের কাজ চলার সময় আমাদের লোকেরা সর্ব ক্ষণের জন্য উপস্থিত থাকেন। সব ধরনের সাবধানতা আমরা অবলম্বন করে থাকি।’’