বাড়ির দেওয়াল বেয়ে তেল চুঁইয়ে পড়ছে গত এক বছর ধরে! প্রথম বার বিষয়টি নজরে আসার পরেই খবর দেওয়া হয়েছিল নানা জায়গায়। খবর পেয়ে ঘুরে গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছিল তারা। এ বার গড়িয়ার সেই বাড়িতে গেল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) প্রতিনিধি দলও। তারাও সংগ্রহ করে নিয়ে গেল নমুনা।
রাজপুর-সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকারের বাড়ির দেওয়াল বেয়ে তেল চুঁইয়ে পড়ার ঘটনা কয়েক সপ্তাহ আগেই প্রকাশ্যে আসে। পরিবারের লোকেরা জানান, গড়িয়ার ফরতাবাদ এলাকায় গত ৫০ বছর ধরে বসবাস করছেন। বছরখানেক আগে বাড়ির ডান দিকের একাংশ থেকে তেল বার হতে দেখেন তাঁরা। তাতে স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকেরা। তাঁদের প্রশ্ন, তা হলে কি বাড়ির নীচে খনিজ তেলের সম্ভার রয়েছে?
পরিবারের তরফে বিষয়টি লিখিত ভাবে রাজপুর-সোনারপুর পুরসভা, নরেন্দ্রপুর থানা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল বিভাগ এবং জিএসআই-কে জানানো হয়েছিল। তার ভিত্তিতেই বৃহস্পতিবার সেখানে জিএসআই-এর দুই সদস্যের প্রতিনিধি দল যায়। সেই দলে ছিলেন জিএসআই-এর কলকাতা শাখার ডিরেক্টর সৌরভ খাঁ।
দুপুরে গোটা বাড়ি ঘুরে নমুনা সংগ্রহ করেছেন জিএসআই-এর দুই সদস্য। পরে সৌরভ বলেন, ‘‘আমরা নমুনা সংগ্রহ করেছি। এটা পরীক্ষা করে দেখা হবে। প্রাথমিক ভাবে এটাকে ভোজ্য তোল বলেই মনে করা হচ্ছে।’’ বাড়ির নীচে তেলের খনি নেই তো? সৌরভ বলেন, ‘‘তেলের উৎস মাটির নীচে নয় বলেই প্রাথমিক ভাবে আমাদের মনে হচ্ছে প্রাথমিক ভাবে। যদিও পরীক্ষার পরেই বিষয়টি বিস্তারিত বলা সম্ভব হবে।’’