• অ্যাডমিট না পাওয়া মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বস্তি, ফের পোর্টাল খুলে পর্ষদকে আবেদন নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • নতুন করে খোলা হবে মধ্যশিক্ষা পর্ষদের পোর্টাল। যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা এখনও অ্যাডমিট পায়নি, তাদের স্বস্তি দিয়ে বৃহস্পতিবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আবেদনের সময়সীমাও নির্দিষ্ট করে দিয়েছে আদালত।

    আগামী সোমবার, ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।এখনও অ্যাডমিট কার্ড হাতে পায়নি একাধিক পড়ুয়া। এরই প্রেক্ষিতে নতুন করে পোর্টাল খোলার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কয়েকটি স্কুল। এই মামলাগুলির প্রেক্ষিতে এ দিন উল্লেখযোগ্য নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে মধ্যশিক্ষা পর্ষদকে তাদের পোর্টাল খুলে দিতে হবে। যে সমস্ত পরীক্ষার্থীরা অ্যাডমিট পায়নি তাদের স্কুলগুলি ওই সময়ে পোর্টালে আবেদন জানাতে পারবে নতুন করে।

    তা নথিভুক্ত হলে রবিবার বোর্ডের অফিসে যেতে হবে স্কুল কর্তৃপক্ষকে। সেখান থেকে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি আজই বোর্ডকে দিতে হবে তাদের ওয়েবসাইটে, নির্দেশ হাইকোর্টের।

    নামী সংস্থার কেকশুধু তাই নয়, যে সমস্ত স্কুলগুলির ভুলে পড়ুয়ারা অ্যাডমিট পায়নি সেই স্কুলগুলিকে ১০ হাজার টাকা জরিমানাও ধার্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

    উল্লেখ্য, পরীক্ষার চারদিন আগেও অ্যাডমিট কার্ড না পাওয়ায় অনিশ্চয়তায় ভুগছিলেন বহু পরীক্ষার্থী। স্কুলগুলির তরফেও নতুন করে পোর্টাল খোলার দাবি উঠেছিল। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল, মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ফর্মে একজনের তথ্য অন্য জনের নামে পূরণ করেছে অনেক স্কুল। যদিও মধ্যশিক্ষা পর্ষদ তিনবার এনরোলমেন্ট ফর্ম পূরণ করার সুযোগ দিয়েছিল। শেষ ৬-৭ জানুয়ারি ফাইন-সহ এনরোলমেন্ট ফর্ম পূরণের দিন শেষ হয়েছিল। কয়েকটি স্কুল এই আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টের এই নির্দেশে স্বস্তি পাবেন তাঁরা।

  • Link to this news (এই সময়)