• আনন্দপুরের নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার বারুইপুরের খালে
    এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আনন্দপুর থেকে নিখোঁজ ব্যবসায়ী সানু রামের মৃতদেহ দেহ শনাক্ত করল পরিবার। বৃহস্পতিবার বারুইপুর মহকুমা হাসপাতালে গিয়ে দেহ শনাক্ত করেন সানুর স্ত্রী ও দাদা। শনাক্তকরণের সময় উপস্থিত ছিল বারুইপুর ও আনন্দপুর থানার পুলিশ। ৩১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সানু রাম (২৮)। পরিবারের তরফে ওই দিনই নিখোঁজের ডায়েরি করা হয় থানায়।

    পুলিশ জানায়, বারুইপুরের কাটাখাল থেকে উদ্ধার হয় ওই ব্যবসায়ীর দেহ। ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, সানুকে খুন করে কাটাখালে দেহ ফেলে দেওয়া হয়। নিখোঁজের ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গত ৩১ জানুয়ারি তারিখ অনুপ মণ্ডল নামে একজনের সঙ্গে ছিলেন সানু। পরে তদন্তে উঠে আসে, এই অনুপই সানু-খুনে প্রধান মাথা।

    পুলিশ তদন্তে আরও জানতে পারে, সানুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অমিত নস্কর নামে সোনারপুরের এক জনের অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা পাঠানো হয়েছে। অমিতকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। অমিতই পুলিশকে জানান, অনুপ মণ্ডল ও দীপ হালদার নামে দুই যুবক ওই টাকা পাঠান। অনুপকে গ্রেপ্তার করে জেরা শুরু করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় খুনের কথা কবুল করে অনুপ। এই ঘটনায় এখনও অবধি পাঁচজন গ্রেপ্তার হয়েছে। অনুপ ছাড়াও ধৃতদের তালিকায় আছে দীপ হালদার, খোকন বৈদ্য, প্রদীপ নয়াবান, রঞ্জি নয়াবান।

    বৃহস্পতিবার দেহ শনাক্ত করতে এসে কান্নায় ভেঙে পড়েন সানুর স্ত্রী স্বপ্নাকুমারী। গত বছরই জুন মাসে তাঁদের বিয়ে হয়। ওই মহিলা জানান, ৩১ জানুয়ারি রাত ৮টা নাগাদ স্বামীর সঙ্গে তাঁর শেষ কথা হয়। স্বামী জানিয়েছিলেন, কেউ তাঁকে মারধর করেছে। এর পর তাঁর ফোন বন্ধ হয়ে যায়। বারবার চেষ্টা করেও সানুকে ফোনে পাওয়া যায়নি।

  • Link to this news (এই সময়)