• সন্দীপের ‘পুনর্বিবেচনা’ আর্জি নিয়ে শুনানি আগামী কাল, আজও হলো না আরজি কর দুর্নীতি মামলার চার্জ গঠন
    এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আরজি কর দুর্নীতি মামলার চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গেল। শুক্রবার চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে বলে খবর। বৃহস্পতিবার চার্জ গঠনের সম্ভাবনা থাকলেও নিম্ন আদালত তা পিছিয়ে দেয়। কারণ, আরজি করের দুর্নীতি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ, সুমন হাজরা, আশিস পাণ্ডেরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হবে। তার উপরই নির্ভর করছে নিম্ন আদালতে চার্জ গঠনের শুনানি।

    এ দিন বিচারপতি জয়মাল্য বাগচী জানান, নিম্ন আদালতের বিচারে হাইকোর্টের নজর থাকবে। কারণ, তা না হলে ভবিষ্যতে এ নিয়ে জটিলতা হতে পারে। একই সঙ্গে সিবিআইয়ের আইনজীবীকে বিচারপতি বাগচী প্রশ্ন করেন, ‘অভিযুক্তদের দাবি কি খুব অন্যায্য? আরও সাতদিন সময় দিতে সমস্যা কোথায়? তাঁদেরও নথি পড়ার সময় দিতে হবে। তবে আমরা নজর রাখব, কোনও ভাবেই যেন বিচার প্রক্রিয়া বিলম্বিত করার সুযোগ কোনও পক্ষ না পায়। ব্যাপারটা এমন নয়, শুধু ডিসচার্জ আবেদন জানানো হলো। আমরা দেখব কী কী গ্রাউন্ড দেওয়া হলো। একজন সরকারি অফিসার, যাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ, তিনি কেন ডিসচার্জ আবেদন করছেন তা দেখা জরুরি।’

    এ দিকে হাইকোর্টের এই বক্তব্য পেশ করেব অভিযুক্তদের আইনজীবীরা আলিপুর নিম্ন আদালতে জানান, তাঁদের হাইকোর্ট ৭ থেকে ১৪ দিন সময় দিয়েছে। শুক্রবার হাইকোর্ট মামলা শুনবে। আইনজীবীদের বক্তব্য শুনে পাল্টা নিম্ন আদালতের বিচারক জানান, হাইকোর্ট নিম্ন আদালতকে সাত দিন সময় দিয়েছে। নতুন কোনও নির্দেশ থাকলে শুক্রবার তা লিখিত ভাবে জানাতে হবে। সে দিনই নিম্ন আদালত ফের এই মামলা শুনবে।

    প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলার চার্জ গঠন এখন সময়ের অপেক্ষা। সম্প্রতি হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছিলেন, ৬ ফেব্রুয়ারির মধ্যে আরজি কর দুর্নীতি মামলার চার্জ গঠন প্রক্রিয়া শুরুর চেষ্টা করতে হবে। সেই মতো আজকের মধ্যেই এই চার্জ গঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তু বুধবারই হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন সন্দীপ ঘোষরা।

    সন্দীপের আইনজীবী আবেদন জানান, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ রিভিউ বা মডিফিকেশন করা হোক। ট্রায়ালের জন্য সময় বাড়ানোর আবেদনের কারণ হিসাবে সন্দীপের আইনজীবী দাবি করেছিলেন, প্রায় ১৫ হাজার পাতার নথি সিবিআই দিয়েছে। সব নথি এখনও খতিয়ে দেখার সুযোগ হয়নি। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আগের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা করার আবেদন জানান।

    প্রধান বিচারপতি বুধবার বলেছিলেন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই আগের নির্দেশ রিভিউ বা মডিফিকেশনের শুনানি চেয়ে আবেদন করতে। তবে এই সংক্রান্ত আগের নির্দেশ কার্যকর করা হবে না বলে জানিয়ে দেন বিচারপতি ঘোষ। এরপরই বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে যান সন্দীপ ঘোষরা। শুক্রবার সকালে ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হবে।

  • Link to this news (এই সময়)