• বিকট আওয়াজে কাঁপল এলাকা, বিস্ফোরণে জখম দুই নাবালক
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফের সংবাদ শিরোনামে মালদা। এবার বোমা বিস্ফোরণে আহত হল দুই নাবালক। রতুয়া থানার চাঁদমুনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধারের পর প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতাল এবং সেখান থেকে মালদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আহত দুই নাবালকের একজন ৯ এবং আরেকজনের ১৩ বছর বয়স বলে জানা গিয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল ওই দুই নাবালক। আচমকাই জোরালো বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন দু'জনেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতাল এবং সেখান থেকে চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রতুয়া থানার পুলিশ। তারা বিস্ফোরণের জায়গাটি ঘিরে রেখে দেয়। 

    স্থানীয়দের অনুমান, নজর এড়াতে ক্ষেতেই কেউ বোমা লুকিয়ে রেখেছিল। ঘাস কাটার সময় কোনওভাবে তার উপর ধাক্কা লাগে এবং বোমাটি ফেটে যায়। তবে ঘটনার ধরন দেখে তাঁদের মনে হয়েছে, বোমাগুলি লুকিয়ে রাখা হয়েছিল কোনও অপরাধ ঘটানোর জন্য। তাঁদের আশঙ্কা, ক্ষেতে আরও বোমা লুকিয়ে রাখা হতে পারে। সেই বোমাগুলি যদি উদ্ধার না করা হয় তবে সেগুলো থেকেও ভবিষ্যতে দুর্ঘটনা ঘটতে পারে।
  • Link to this news (আজকাল)