• আধাসামরিক বাহিনীতে নিয়োগ দুর্নীতির অভিযোগ! ভারতীয় সেনার সেপাইকে গ্রেপ্তার করল সিবিআই...
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • গোপাল সাহা

    আধাসামরিক বাহিনীতে নিয়োগ দুর্নীতি নিয়ে সামনে এসেছে একাধিক অভিযোগ। এবার এই ঘটনায় ভারতীয় সেনার এক সেপাইকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই সেপাইয়ের নাম মহেশ চৌধুরী বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, হুগলি জেলার ত্রিবেণী এলাকার বাসিন্দা বিষ্ণু চৌধুরী এই অভিযোগ সামনে এনে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। আদালতের নির্দেশে সিআইডিকে প্রথমে তদন্তের ভার দেওয়া হলেও ২০২৩ সালের ২ আগস্ট তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে।

    তদন্ত ত্বরান্বিত করার আর্জি জানিয়ে বিষ্ণু আবারও মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। উল্লেখ্য, সিবিআই তদন্ত চলাকালীন সিআইএসএফ একটি তালিকা প্রকাশ করে জানিয়েছিল, প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মী জাল নথির ভিত্তিতে চাকরি পেয়েছে। ঘটনার পিছনে রয়েছে ভারতীয় সেনায় কর্মরত সেপাই মহেশ চৌধুরী। অভিযোগকারী বিষ্ণু চৌধুরীর দাবি, পশ্চিমবঙ্গেই এমন চারজন প্রার্থী রয়েছেন যারা চাকরি পেয়েছেন জাল নথির ভিত্তিতে। তাঁর অভিযোগ, এই দুর্নীতি চলছে বহুদিন ধরে।

    ভিন রাজ্যেরও বেশ কিছু বাসিন্দা পশ্চিমবঙ্গে বেআইনি প্রবেশ করে আধাসামরিক বাহিনীতে নিজেদের পরিচয় গোপন করে ও জাল পরিচয়পত্র বানিয়ে চাকরি করছেন। এমন কী, এই অভিযোগ করার কারণে একাধিকবার দুষ্কৃতীদের হামলার মুখেও পড়তে হয়েছে তাঁকে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তেই প্রকাশ্যে আসে একাধিক দুর্নীতির রহস্য। চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভিযুক্ত মহেশকে সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশে পাঁচদিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়। সিবিআইয়ের অনুমান, শুধু মহেশ চৌধুরী নয়, পেছনে রয়েছে আরও বড় দুর্নীতি চক্র। চলতি মাসেই এই মামলার পরবর্তী শুনানি।
  • Link to this news (আজকাল)