• ভালবাসা নামিয়ে দিল পথে, শিলিগুড়ির যুবকের কাণ্ড দেখে অবাক সকলেই...
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিয়ের দাবিতে প্রেমিক-প্রেমিকার ধরনায় বসার ঘটনা নতুন কিছু নয়। সেই তালিকায় এবার নাম তুলে দিল শিলিগুড়ি। সেখানকার শান্তিনগরের বাসিন্দা ২৯ বছরের অসীম বিশ্বাস। পাশের পাড়ার একটি যুবতীর সঙ্গে রয়েছে চার বছরের প্রেম। বিয়েও ঠিক হয়েছিল দুই পরিবারের সম্মতিতে। কিন্তু বিগত কয়েক মাস ধরে যুবকের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে যুবতী।

    প্রেমিক অসীমের দাবি যুবতীর পরিবারের সঙ্গে বারবার এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করা হলেও তাকে বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন প্রেমিকার সঙ্গে। ফোন ও গণমাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলেও সফলতা আসেনি। তাই অবশেষে বাধ্য হয়েই ধরনার পথ বেছে নেয় যুবক। 

    হাতে প্ল্যাকার্ড নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনেই বসতেই একে একে ভিড় জমাতে শুরু করেন এলাকাবাসীরা। কিছুক্ষণের মধ্যেই খবর দেওয়া হয় পুলিশকেও। পুলিশ এসে দীর্ঘক্ষণ কথা বলেন যুবকের সঙ্গে, পুলিশি হস্তক্ষেপে বাড়ি ফিরে যায় যুবক।

    অন্যদিকে মেয়ের পরিবারের দাবি ছেলেটির সঙ্গে তাদের মেয়ের সম্পর্কের কথা তারা জানতেন। কিন্তু তাদের মধ্যে বিয়ে ঠিক হয়নি। ছেলেটির আচার আচরণ পছন্দ না হওয়ায় যুবতী এই সম্পর্ক ছিন্ন করেছে। এখন তাদের মেয়ে এই যুবকের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চায়না। শুধুমাত্র তাদের ঘরের মেয়েকে সমাজে কালিমালিপ্ত করার জন্য যুবকের এই পদক্ষেপ বলে মনে করছেন মেয়েটির পরিবার।
  • Link to this news (আজকাল)