• ছুটি দিচ্ছে না অফিস, ছুরি বার করে বসের পেটে ঢোকাতে উদ্যত কর্মী, নিউটাউনের রাস্তায় চরম নাটক ...
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ছুটি নিয়ে বিবাদ। আর তার জেরে সহকর্মীদের উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল এক সরকারি কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় নিউটাউন এলাকায়। 

    অভিযুক্ত ওই সরকারি কর্মী রক্তমাখা ছুরি নিয়ে প্রকাশ্য রাস্তায় ঘুরলেন বলে অভিযোগ। অভিযোগ, ছুটি নিয়ে বিবাদের জেরে চার সহকর্মীর উপর হামলা চালিয়েছেন ওই সরকারি কর্মী। অভিযোগ, কয়েকজন নিরাপত্তারক্ষী কর্মীকেও ছুরি দিয়ে আঘাত করেছেন তিনি। অভিযোগ, এরপর রক্তাক্ত ছুরি হাতেই ওই ব্যক্তি বেরিয়ে পড়েন রাস্তায়।

    জানা গেছে, ওই ব্যক্তি ছুটি নিয়ে বিব্রত ছিলেন। তা নিয়ে সহকর্মীদের সঙ্গে বিবাদ হয়।  বৃহস্পতিবার সেই কারণে দপ্তরের চার কর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। এই ঘটনার পর রাস্তায় ছুরি হাতেই বেরিয়ে পড়েন অভিযুক্ত। তাঁকে ওই অবস্থায় দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। ওই ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)