• ছুটি না পেয়ে ক্ষোভ? সহকর্মীদের এলোপাথাড়ি ছুরি চালাল প্রৌঢ়, নিউটাউনে রক্তারক্তি
    আজ তক | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • অফিসে ছুটি নিয়ে বিবাদের জেরে সহকর্মীদের ওপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা নিউটাউনের। জানা গেছে, সেখানকার কারিগরি ভবনের সরকারি কর্মী ওই ব্যক্তি। তাঁকে ছুরি হাতে রাস্তায় হাঁটতে দেখা যায়। এবং বলতে শোনা যায়, “আমার মাথা ঠান্ডা ছিল, ওরাই…”, তিনি আশেপাশের কয়েকজন পুলিশ ও নিরাপত্তা রক্ষীকে আঘাত করেন বলে অভিযোগ। 

    এক সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া নিতে এগিয়ে আসলেও, তাঁকে কাছে যেতে দেওয়া হয়নি। একজন সাংবাদিক মন্তব্য করেন, “দাদা মাথা ঠান্ডা করুন…”, তবে পাল্টা হামলাকারী বলেন, “আমার মাথা ঠান্ডাই ছিল। ওরা বলেছিল তোর কোন বাবা…”, এরপর তিনি বলেন, “কাছে আসবেন না একদম…”।

    পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছেন। প্রাথমিক তদন্তে তাঁর আচরণ ও বাক্যভঙ্গিতে মানসিক অস্থিরতার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।  ঘটনার পেছনে ছুটির বিবাদ নিয়ে কর্মক্ষেত্রে সমস্যা থাকার পাশাপাশি, সামাজিক ও মানসিক চাপেরও ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে, যখন আশেপাশের লোকেরা এ ঘটনা দেখে আতঙ্কিত হলেও, কিছু ব্যক্তি তাকে সমর্থন করে মানসিক অবস্থা ও সমাজের বদলাচ্ছে এমন বাস্তবতার ইঙ্গিত দেয়।


     
  • Link to this news (আজ তক)