• আজই বাংলায় ভাগবত, এই প্রথম RSS প্রধান থাকবেন টানা ১১ দিন
    আজ তক | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • দীর্ঘ সফরে আজ বাংলায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবত। এক সপ্তাহেরও বেশি সময় রাজ্যে থাকবেন আরএসএস প্রধান। এই সফরে ঠাসা কর্মসূচি রয়েছে ভাগবতের। কলকাতার পাশাপাশি বর্ধমানেও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

    বাংলা সফরে ভাগবতের কর্মসূচি
    ১১  দিনের সফরে আজ ৬ ফেব্রুয়ারি রাজ্যে পা রাখবেন মোহন ভাগবত। বুধবার দক্ষিণবঙ্গ আরএসএসের সদর দফতর ‘কেশব ভবন’-এ সাংবাদিক সম্মেলন করেন আরএসএসের পূর্ব ক্ষেত্রীয় (পূর্ব ভারত) প্রচার বিভাগের সহ-প্রমুখ জিষ্ণু বসু এবং দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায়। সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সফরসূচি বিশদে প্রকাশ করেন তাঁরা। ৬ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আজ  সন্ধ্যায় কলকাতায় আসছেন সরসঙ্ঘচালক। ফিরবেন ১৭ ফেব্রুয়ারি।  কলকাতা এবং বর্ধমানে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে সরসঙ্ঘচালক ভাগবতের। তার মাঝেই দু’দিন ফাঁকা রাখা হয়েছে সঙ্ঘের সর্বোচ্চ কমিটি (অখিল ভারতীয় টোলি)-র বৈঠকের জন্যও। যা এ বছর কলকাতাতেই বসছে। আরএসএসের ইতিহাসে সরসঙ্ঘচালকের এত দীর্ঘ বঙ্গ সফর এই প্রথম হতে চলেছে। 

    জানা যাচ্ছে, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতায় পৌঁছনোর পর ৭ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জন্য তাঁর কর্মসূচি শুরু হচ্ছে। তার মধ্যে থাকছে প্রাদেশিক কর্মসমিতির সঙ্গে বৈঠক, প্রবীণ স্বয়ংসেবক ও প্রচারকদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা এবং বিভাগ প্রচারকদের (কয়েকটি জেলা মিলে একটি বিভাগ) সঙ্গে বৈঠক। পরে বর্ধমানে গিয়ে মধ্যবঙ্গ প্রান্তেও ঠিক এই সব কর্মসূচিতেই যোগ দেবেন তিনি। মধ্যবঙ্গে অতিরিক্ত কর্মসূচি বলতে ১৪ ফেব্রুয়ারি মধ্যবঙ্গ আরএসএসের নতুন কার্যালয়ের উদ্বোধন এবং ১৬ ফেব্রুয়ারি তালিতে সাই ময়দানে স্বয়ংসেবকদের প্রকাশ্য সমাবেশে ভাষণ দেওয়া। কিন্তু দক্ষিণবঙ্গে এই কর্মসূচি চলবে ৭ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভাগবত মধ্যবঙ্গে যাবেন ১৩ ফেব্রুয়ারি।  ১১ এবং ১২ ফেব্রুয়ারি  ভাগবত কলকাতাতেই (নিউটাউনের অতিথি নিবাসে) থাকছেন। ওই দু’দিনে সঙ্ঘের সর্বোচ্চ পর্যায়ের একটি বৈঠক (অখিল ভারতীয় টোলি বৈঠক) হবে। সেই বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছেন সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে এবং ছয় সহ-সরকার্যবাহ।

    বর্ধমান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সাংগঠনিকভাবে মধ্যবঙ্গ। সেই মধ্যবঙ্গের ৮টি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোহন ভাগবতের। সেইসব বৈঠকে আরএসএস প্রধান কী বার্তা দেবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আবার আরজি কর কাণ্ডের কড়া নিন্দা করে সরব হয়েছিলেন তিনি। এবার বাংলা সফরে সেই প্রসঙ্গে তিনি ফের কোনও বার্তা দেন কি না, সেই দিকেও নজর থাকছে। পশ্চিমবঙ্গে এসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মোহন ভাগবত কোনও কড়া বার্তা দেবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

    উল্লেখ্য, ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। বর্তমানে এখানে  বিজেপির সংগঠন  দুর্বল হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে আরএসএস প্রধানের বাংলা সফরল যথেষ্টই তাৎপর্যপূর্ণ। সঙ্ঘের রাজনীতি সম্পর্কে যারা অবহিত তারা বলছেন, টানা ১১ দিন সাংগঠনিক কাজে এই রাজ্যে আর এস এস প্রধান এসে রয়েছেন এমন নজির নেই৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বঙ্গ বিজেপিকে কার্যত পেপ টক দিতে পারেন মোহন ভাগবত।তিনি একাধিক জেলার আর এস এস সংগঠনের সঙ্গে  জড়িত নেতাদের নিয়ে  বৈঠক করবেন। সাম্প্রতিক সময়ে এই রাজ্যের ভোটের ফল দেখলে বোঝা যায়, উত্তরের জেলাগুলোতে বিজেপির ফল ভালো৷ কোচবিহার লোকসভা আসন হারলেও বিজেপি শিবির মনে করছে তাদের সংগঠন উত্তরে মজবুত৷ আর এর প্রভাব অনেকটাই আরএসএসের সাংগঠনিক দক্ষতাতেই লুকিয়ে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু ফারাক্কা পেরোলেই সেই জোয়ারে ভাটা আসে বিজেপির প্রবাহে। এই অবস্থায় দশ দিন ধরে সঙ্ঘ প্রধানের এই রাজ্যে থাকায় অনেকেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অঙ্ক কষছেন। প্রসঙ্গত বিধানসভা ভোটের আগে ছত্তিসগড় রাজ্যেও টানা প্রায় সাত দিন ছিলেন মোহন ভাগবত৷ তার ফল পেয়েছে বিজেপি৷ হরিয়ানা বা মহারাষ্ট্র রাজ্যেও গেরুয়া ঝড়ের পেছনে সেই আর এস এসের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। 
  • Link to this news (আজ তক)