• ময়নাগুড়িতে মিলছে জাল জাতিগত শংসাপত্র, চাঞ্চল্য
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: অনলাইনে জাতিগত শংসাপত্রের আবেদনের পরও মিলছে জাল শংসাপত্র। আজ, বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। জাল শংসাপত্রগুলি ইতিমধ্যেই এলাকার সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জমা পড়ছে। তদন্তে সাতটি জাল শংসাপত্রের হদিশ মিলেছে। এই ঘটনায় কারা জড়িত রয়েছে, তা নিয়ে ব্লক প্রশাসন তদন্ত শুরু করেছে। এই ঘটনার জেরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ময়নাগুড়ির একটি সাইবার ক্যাফে। ওই সাইবার ক্যাফের মালিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল স্থানীয়দের। এ প্রসঙ্গে ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, “বিভিন্ন প্রকল্পের জন্য অন্যান্য কাগজের সঙ্গে জাতিগত শংসাপত্রও জমা দেন মানুষজন। সেই কাগজ ভেরিফিকেশন করা হয়। তখনই সাতটি জাল শংসাপত্র ধরা পড়েছে। অনলাইনে আবেদন করে এই শংসাপত্র পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।”
  • Link to this news (বর্তমান)