দক্ষিণ দিনাজপুরে পুলিসের হাতে গ্রেপ্তার ভুয়ো নথি তৈরি চক্রের এক পান্ডা
বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, হিলি: দক্ষিণ দিনাজপুরে পুলিসের হাতে গ্রেপ্তার ভুয়ো নথি তৈরি চক্রের পান্ডা। ধৃতেরা নাম কাজল দাস (৩০)। সে হিলি থানার ধলপাড়া গ্রামপঞ্চায়েতের লালপুরের বাসিন্দা। কাজল পেশায় একজন স্কুল শিক্ষক। আজ, বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিস তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, বাংলাদেশ থেকে বেআইনিভাবে অনুপ্রবেশকারীদের সে ভুয়ো নথি তৈরি করে দিত। ভুয়ো আধার কার্ডের পাশাপাশি একাধিক জাল নথি তৈরির করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিস সূত্রে খবর, তারা বাড়ির কাছেই নিজের একটি সাইবার ক্যাফে রয়েছে। সেখান থেকেই সে ভুয়ো নথি তৈরির কাজ করত। ওই সাইবার ক্যাফে থেকে লক্ষাধিক টাকা সহ একাধিক নথি বাজেয়াপ্ত করেছেন পুলিস আধিকারিকরা। কাজলকে জেরা করে গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানা যাবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। নেই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস।