• ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে লুট টাকা পয়সা, বারুইপুরে চাঞ্চল্য
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভরদুপুরে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে টাকা পয়সা লুট করার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। আজ, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুরের বিশালক্ষী তলায়। আক্রান্ত ব্যক্তির নাম জাকির হোসেন মোল্লা। পুলিস সূত্রে খবর, ওই এলাকায় নিজের বাড়িতেই একটি আসবাবপত্রের দোকান রয়েছে তাঁর। অভিযোগ, এদিন দুপুরে বাইকে করে চারজন যুবক ক্রেতা সেজে তাঁর দোকানে প্রবেশ করে। এরপরই তারা আচমকা জাকিরের উপর চড়াও হয়। তাঁকে বেঁধে রেখে প্রথমে বেধড়ক মারধর করা হয়। পরে জাকিরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। এরপরই দুষ্কৃতীরা লুটপাট করে সেখান থেকে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে থাকেন জাকির। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)