সাবওয়ে-টিকিট কাউন্টারের দাবিতে দমদম ক্যান্টনমেন্টে রেল অবরোধ
দৈনিক স্টেটসম্যান | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
সাবওয়ে ও টিকিট কাউন্টারের দাবিতে দমদম ক্যান্টনমেন্টে রেল অবরোধ। বৃহস্পতিবার সকালে অবরোধের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল রেল চলাচল। এর ফলে অফিস টাইমে চরম দুর্ভোগে যাত্রীরা। যাত্রী সুরক্ষা ও সাবওয়ে তৈরির দাবিতে অবরোধ করে দমদম ক্যান্টনমেন্ট নাগরিক মঞ্চ। রেল লাইনের ওপর বসে পড়েন অবরোধকারীরা। পরে রেলের কর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্ডারপাস তৈরির আশ্বাস দিলে অবরোধ ওঠে।
সকাল ১১টা ১০ থেকে অবরোধ শুরু হয়। বারাসাতগামী লোকাল ও শিয়ালদাগামী লোকাল আটকে দেন বিক্ষোভকারীরা। টানা দেড় ঘণ্টা অবরোধে ডাউন লাইনে মধ্যমগ্রাম-মাঝেরহাট, বারাসত-শিয়ালদহ, বনগাঁ-মাঝেরহাট, দত্তপুকুর-শিয়ালদহ, বনগাঁ-শিয়ালদহ এবং আপ লাইনে একইভাবে শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-বনগাঁ সহ একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। এদিকে আন্দোলন চলাকালীন লাইনে ট্রেন এসে পড়ায় বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। পরে রেল পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
দমদম ক্যান্টনমেন্ট নাগরিক মঞ্চের, কোনও সাবওয়ে না থাকায় শিয়ালদহ-বনগাঁ, বসিরহাট শাখার যাত্রীদের ঝুঁকি নিয়ে লাইন পারাপার করতে হয়। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন ধরেই প্রবল সমস্যার সম্মুখীন স্থানীয় বাসিন্দারা। এর পাশাপাশি স্টেশনে একটি টিকিট কাউন্টার নির্মাণেরও দাবি জানান তাঁরা। খবর পেয়ে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায় জিআরপি ও দমদম থানার পুলিশ। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।