• দিনের পর দিন মহিলাদের কুপ্রস্তাব! অভিযুক্ত পুলিসকর্মীর ভাইকে বেধাড়ক...
    ২৪ ঘন্টা | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • বিশ্বজিৎ মিত্র: দেশের এ প্রান্ত থেকে ওপ্রান্ত সর্বত্রই অহরহ দেখা মিলছে মহিলাদের ওপর হেনস্থার ছবি। এবার এমনই ঘটনার শিকার হলেন নদিয়ার শান্তিপুর থানার পৌর এলাকার মহিলারা এবং যিনি মহিলাদের কুপ্রস্তাব দিচ্ছেন তিনি একজন প্রাক্তন পুলিসকর্মী। দিনের পর দিন এলাকার মহিলাদেরকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে প্রাক্তন ওই পুলিসকর্মীর ভাইকে বেধড়ক মারধর করলেন এলাকার মহিলারা। ভাঙচুর করা হল পুলিসকর্মীর বাড়িও।

    পুলিসকর্মীর বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন সময় এলাকার মহিলাদের তিনি কুপ্রস্তাব দিতেন; শুধু তাই নয় এলাকার মানুষদের প্রাক্তন পুলিস হওয়ার সুবাদে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়াসহ পুলিসের প্রভাব খাটিয়ে এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহারও করতেন তিনি। এলাকার মহিলারা তাঁদের ক্ষোভ উগরে দিতে প্রাক্তন ওই পুলিস কর্মীর বাড়িতে ভাঙচুর করেন এবং ওই পুলিসকর্মীর ভাইকে বেধড়ক মারধর করেন তাঁরা। নদিয়ার শান্তিপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের রামনগর চর পুরাতন মাহাতো পাড়ার বাসিন্দারা অত্যন্ত ক্রুদ্ধ ওই পুলিসকর্মীর উপর।

    এলাকাবাসীর বলেছেন, এক বছর আগে ওই পুলিস কর্মী এলাকাতে বাড়ি করে এবং তারপর থেকেই বিভিন্ন সময় এলাকাবাসীর সঙ্গে বাগবিতণ্ডা করতে থাকেন তিনি। শুধু তাই নয় পুলিসের প্রভাব খাটিয়ে তাঁদেরকে একাধিক মিথ্যে কেস করে ফাঁসান তিনি। তিনি প্রাক্তন পুলিসকর্মী হওয়ায় এলাকার মানুষদের ওপর প্রভাবশালী ভাবমূর্তি প্রতিষ্ঠা করতেই মূলত পুলিশকে দিয়ে রীতিমতো ভয় দেখিয়েছেন বলে জানাচ্ছেন এলাকাবাসী। এই ঘটনায় অতিষ্ঠ হয়ে আজ সকালে ওই প্রাক্তন পুলিসকর্মীর বাড়িতে চড়াও হন এলাকার প্রমীলা বাহিনীরা। হাতে লাঠি এবং ঝাঁটা নিয়ে তাঁর ভাইকে বেধড়ক মারধর করে তাঁরা। একই সঙ্গে ওই পুলিসকর্মীর বাড়িতেও ভাঙচুর চালান মহিলারা।

    ঘটনাস্থলে উপস্থিত হন শান্তিপুর থানার পুলিস। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই পুলিসকর্মীর পরিবারের চারজনকে আটক করে নিয়ে যায়। যদিও প্রাক্তন ওই পুলিসকর্মীর দাদা তপন মণ্ডল দাবি করেছেন, তারা বাড়ি কেনার পর থেকেই এলাকার লোকজন তাদের বাড়ির জায়গা থেকে মাটি কেটে নিয়ে যায় এবং বিভিন্ন সময় তাদের থেকে এলাকার মানুষ টাকা চায় এবং তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন তারা।

     

     

  • Link to this news (২৪ ঘন্টা)