মাধ্যমিকের দিনগুলোয় যানজটের ভয় নেই! ট্রাফিক নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ
প্রতিদিন | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
নিরুফা খাতুন: হাতে মাত্র চারদিন। তারপরই জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে ছাত্রছাত্রীরা। পরীক্ষা দিতে যাওয়ার সময় কোনও ভাবে যানজটে আটকে অসুবিধার সৃষ্টি না হয় সেই কারণে পরীক্ষার কদিন যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। পরীক্ষার দিনগুলিতে সকাল ৬ থেকে দুপুর ১২টা পর্যন্ত কলকাতা পুলিশের অধীনস্থ জায়গাগুলিতে সমস্ত ধরণের পণ্যবাহী যানবাহনের চলাচল সীমাবদ্ধ থাকবে। তবে ভাঙড়ের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হচ্ছে না। বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে কলকাতা পুলিশ।
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা রয়েছে, ১১, ১৫,১৭,১৮,১৯,২০,২২ ফেব্রুয়ারি। এই দিনগুলিতে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে জরুরী যানবাহন, এলপিজি সিলিন্ডার, পেট্রোলিয়াম, তেল, অক্সিজেন, দুধ, ওষুধ, শাকসবজি,ফল, মাছ ইত্যাদি বহনকারী অত্যাবশ্যকীয় যানবাহনগুলি উল্লিখিত দিনগুলিতে সকাল ৮ টা পর্যন্ত চলতে পারবে। পাশাপাশি, পরীক্ষাকেন্দ্রগুলির রাস্তায় বিশেষ পরিস্থিতি তৈরি হলে কর্তব্যরত ট্রাফিক অফিসার মনে করলে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত, সীমাবদ্ধ করতে পারেন।
এদিকে ৯ তারিখ শহরে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন দৌড় রয়েছে। সেজন্যই ৮ তারিখ রাত ১০টা থেকে ৯ তারিখ ম্যারাথন দৌড় চলা পর্যন্ত বন্ধ রাখা হবে রেড রোড। ৯ তারিখ ভোর ৪টে থেকে ১২টা পর্যন্ত এজেসি রোডের হেস্টিংস ক্রসিং থেকে মল্লিক বাজার, খিদিরপুর রোড, এসপ্ল্যানেড রোড, ডাফরিন রোড, জওহরলাল নেহরু রোড, আর আর অ্যাভিনিউ, মেয়ো রোডে পণ্যবাহী যানচলাচলা নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও ময়দান চত্বরের একাধিক রাস্তায় ৯ তারিখ ভোর ৪টে থেকে ম্যারাথন শেষ হওয়া পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ। গাড়িগুলোকে অন্যরাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।