ট্যাংরা কাণ্ডে গ্রেপ্তার আরও ১, এবার পুলিশের জালে সাদা বহুতলের প্রোমোটার
প্রতিদিন | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
নিরুফা খাতুন: দীর্ঘদিন গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। ট্যাংরা কাণ্ডে গ্রেপ্তার আরও এক প্রোমোটার। ধৃতের নাম সুরজিৎ মান্না। বেআইনিভাবে তৈরি সাদা বাড়িটির প্রোমোটার ছিলেন এই যুবক। বৃহস্পতিবার গভীর রাতে বাসন্তী থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
ঘটনা গত ২২ জানুয়ারির। ট্যাংরার ক্রিস্টোফার রোডে পাশাপাশি দুটি বহুতল। একটি সাদা, অপরটি সবুজ। একটির কাজ শেষ হয়েছে আগেই। অপরটি নির্মাণের কাজ চলছিল। বাইরে প্রাথমিক কাজ শেষ হয়ে গেলেও ভিতরের কাজ বাকি ছিল বলেই খবর। এরই মাঝে ঘটে যায় ভয়ংকর কাণ্ড! স্থানীয়রা দেখতে পান, সবুজ বহুতলটি একদিকে হেলে পড়েছে। এর ঠিক আগে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির একটি বহুতলও এভাবেই হেলে পড়েছিল। তাতে তুমুল আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। ফলে ট্যাংরার ঘটনাতেও স্বভাবতই ছড়িয়ে পড়ে আতঙ্ক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কলকাতা পুরসভায়। পুর আধিকারিকরা সরেজমিনে তা খতিয়ে দেখে আগে হেলে পড়া বহুতলের পাশের নির্মীয়মাণ আবাসনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন।
সেই মতো গত ৩০ জানুয়ারি থেকে সাদা আবাসনটি ভাঙার কথা ছিল। কিন্তু পুরসভার কর্মীরা সবুজ অর্থাৎ হেলে পড়া আবাসনটি ভেঙে ফেলতে যায়। ব্যারিকেড করে দেওয়া হয়। বাড়ি ভাঙায় আপত্তি তোলেন বাড়ির বাসিন্দারা। ভিতর থেকে কোলাপসিবল গেট আটকে দেন তাঁরা। বাসিন্দাদের যুক্তি, তাঁরা বাড়ি ভাঙা সংক্রান্ত কোনও নোটিস পাননি। পুনর্বাসন না দিলে বাড়ি ভাঙতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তাঁরা। তার পরেরদিনই মেয়র আশ্বাস দেন, আবেদন করলে বাসিন্দাদের বাংলা আবাস প্রকল্পের আওতায় বাড়ি বানিয়ে দেওয়া হবে। এরপরই এক প্রোমোটারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার জালে আরেক প্রোমোটার।