• আরজি কর দুর্নীতি মামলায় চার্জ গঠন রুখতে ডিভিশন বেঞ্চে সন্দীপ ঘোষ
    হিন্দুস্তান টাইমস | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আরজি কর দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া রুখতে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

    আরজি কর দুর্নীতি মামলায় নিম্ন আদালতে চার্জ গঠনের ওপর স্থগিতাদেশ জারির আবেদন নিয়ে বিচারপতি তী্র্থঙ্কর ঘোষের এজলাসের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। কিন্তু সন্দীপ ঘোষের আর্জি খারিজ করে দেয় সিঙ্গল বেঞ্চ। ৬ ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

    শেষ মুহূর্তে সেই প্রক্রিয়া বন্ধ করতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ ও সুমন হাজরা। আদালতের কাজ শুরু হতেই বিষয়টি বিচারপতি বাগচীর এজলাসে উত্থাপন করেন তাঁদের আইনজীবী। আবেদন শুনে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি বাগচী। জরুরি ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১২টায় মামলাটির শুনানি হওয়ার কথা।

    আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনেছে সিবিআই। টেন্ডার থেকে কাটমানি নেওয়া থেকে হাসপাতালের তহবিল অন্য খাতে খরচের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নিজের ঘনিষ্ঠ ঠিকাদারদের থেকে নিম্নমানের সামগ্রী কেনার অভিযোগেও অভিযুক্ত সন্দীপ ঘোষ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)