• এগরায় উড়ল সবুজ আবির, সমবায়ের সব আসনেই জয়ী তৃণমূল
    এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • পূর্ব মেদিনীপুরের এগরার আলংগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও জয়জয়কার তৃণমূলের। ১২টি আসনের প্রত্যেকটিই দখল করল রাজ্যের শাসকদল। আগেই দু'টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থীরা।

    বৃহস্পতিবার সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় এগরা- ব্লকের আলংগিরিতে নির্বাচন শুরু হয়। বিকেলে ফলাফল সামনে আসে। সমস্ত আসন জেতার পরে সবুজ আবির ওড়ালেন তৃণমূলের সমর্থকরা। কার্যত খাতা খুলতে পারেনি বিজেপি-সহ অন্যান্য দল। সমবায়ে মোট ভোটারের সংখ্যা ছিল ৩৯৩। ভোট পড়ে ৩৮০।

    বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে সমবায় নির্বাচনের এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জেড়থান অঞ্চল তৃণমূলের সভাপতি শান্তনু মাইতি বলেন, ‘এই জয়ে প্রমাণিত মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে।’

    ১০টি আসনে তৃণমূল জয়ী হলেও বিজেপি প্রার্থীদের সঙ্গে ব্যবধান অনেক কম ছিল বলে দাবি করেছেন এগরা-১ ব্লকের গেরুয়া শিবিরের নেতা তাপস কুমার দে। তিনি বলেন, ‘সামান্য ব্যবধানে ভোটে হেরেছি। এটা গণভোট নয়। ২০২৬ সালে গণভোট হবে। সাধারণ মানুষ বুঝে গিয়েছে, কাকে নির্বাচিত করতে হবে।’

    উল্লেখ্য, এর আগে চলতি বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কাঁথি সমবায় নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল। শুধু তাই নয়, কাঁথির দেশপ্রাণ ব্লকের বাঁকিপুট সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটেও দাপট দেখায় রাজ্যের শাসকদলও। বাঁকিপুট সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন সংখ্যা ছিল ৪২টি। সব আসনগুলিতেই জয়ী হয়েছিল তৃণমূল। এ বার সেই জয়ের ধারা অব্যাহত রইল এগরাতেও।

  • Link to this news (এই সময়)