চালের গুঁড়ো জলে গুলে আলপনা দেওয়ার রীতি রয়েছে সরস্বতী পুজোয়। তবে চাল দিয়ে আলপনা কোথাও দেখেছেন? তাও আবার সেই কাজ পড়ুয়াদের নয়। সরস্বতী পুজো শেষ হওয়ার পর স্কুল বন্ধ ছিল। সেই সুযোগে স্কুলে ঢুকে দেদার চুরি করল দুষ্কৃতীরা। ফেরার সময়ে স্কুল প্রাঙ্গনের বাইরে চাল দিয়ে ‘আলপনা’ এঁকে দিয়ে গেল তারা। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার হইচই উত্তর ২৪ পরগনার অশোকনগরের স্কুলে।
অশোকনগর কল্যাণগড় পুরসভার কল্যাণগড় বিদ্যামন্দির স্কুলে এ দিন শিক্ষক-শিক্ষিকারা স্কুলে ঢুকে দেখেন এই দৃশ্য। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গতকাল স্কুলে প্রসাদ বিতরণের পর বাসনপত্র ধুয়ে সকলেই স্কুল বন্ধ করে চলে যান। স্কুলের দায়িত্বে থাকা এক কর্মী বিকেল নাগাদ স্কুলে আসলে দেখতে পান, কেউ বা কারা স্কুলে তালা ভেঙে ঢুকে এইসব কাণ্ড ঘটিয়েছে। পাশাপাশি স্কুলে ভাঙা হয়েছে তালা, সিসিটিভি ক্যামেরা, তছনছ করা হয়েছে সাধের বাগান।
এক ছাত্র জানায়, সে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে স্কুলের ভেতরে দেখেছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় জানিয়ে অশোকনগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে স্কুলের তরফে। কে বা কারা এই ধরনের কাণ্ড ঘটালো তার তদন্তে নেমেছে পুলিশ। এলাকার সিসিটিভি ক্যামেরাগুলিতেও নজরদারি চালানো হচ্ছে।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিশিরকান্তি মণ্ডল বলেন, ‘চাল দিয়ে সুন্দর করে আলপনা করে দিয়ে গিয়েছে। প্রচুর গাছ নষ্ট করছে। এটা কোনও চোরের কাজ নাকি মজা করার জন্য কেউ করেছে, সেটা জানা নেই। পুলিশকে জানানো হয়েছে।’