তরুণী চিকিৎসককে (ইন্টার্ন) কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল বর্ধমান ডেন্টাল কলেজের এক সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই তরুণী। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
ওই তরুণী বর্ধমান ডেন্টাল কলেজের ইন্টার্নশিপ করছেন। তাঁর অভিযোগ, গত ৬ মাস ধরে তাঁকে শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন করছেন কলেজের সিনিয়র চিকিৎসক রোহিত যাদব। তরুণী বলেন, ‘রোহিত যাদব গত ৬ মাস ধরে আমাকে শারীরিক-মানসিকভাবে নির্যাতন করছেন। কলেজের যে সমস্ত জায়গায় সিসিটিভি নেই, সেখানেই তিনি আমাকে স্পর্শ করার চেষ্টা করেন। আমি প্রতিবাদ করলেই ফেল করিয়ে দেওয়ার ভয় দেখাতেন।’
বৃহস্পতিবারও ওই চিকিৎসক তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন বলে জানান তরুণী। এর পরেই তিনি বিষয়টি নিয়ে অধ্যক্ষের দ্বারস্থ হন। সেই সময়েও রোহিত যাদবের মধ্যে কোনও অনুশোচনা ছিল না বলে দাবি তরুণীর। পরে তিনি থানায় রোহিতের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, কলেজ অধ্যক্ষ জহর রায় জানিয়েছেন, ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।তরুণীর আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রোহিত।
আরজি কর কাণ্ডের পর রাজ্যের সমস্ত হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বিক্ষোভ দেখিয়েছিলেন জুনিয়ার চিকিৎসকরা। ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপও করে রাজ্য সরকার। কিন্তু এ বার কলেজের মধ্যেই সিনিয়র নিগ্রহ করতেন, এই অভিযোগ তুলে সরব হলেন বর্ধমান ডেন্টাল কলেজের এক ছাত্রী। আর তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।