• এগরার সমবায় ভোটে তৃণমূল প্রার্থীদের একচ্ছত্র জয়, ধরাশায়ী হতে হল বিজেপিকে...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকাতেই ধরাশায়ী হতে হল বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার এগরার আলংগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয় জয়কার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। ১২টি আসনের সবকটি আসনই দখল করল শাসকদল। যদিও আগেই দু'টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন রাজ্যের শাসকদলের মনোনীত প্রতিনিধিরা। 

    বৃহস্পতিবার দশটি আসনে নির্বাচন হয়। এদিন সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় এগরা-১ ব্লকের আলংগিরিতে নির্বাচন শুরু হয়। বিকেল না গড়াতেই সব আসনেই জয়ী হয় তৃণমূল। ১২টি আসনে মোট ভোটার ছিলেন ৩৯৩ জন। ভোট পড়েছে ৩৮০টি।  সমবায় নির্বাচনে এভাবে পর পর পরাজয় বিধানসভা নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ। আগেই বেশ কয়েকটি সমবায় নির্বাচনে হেরেছে বিজেপি। আর এখানে পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভার নির্বাচনেও হেরেছে বিজেপি। তার আগে বা পরে সমস্ত নির্বাচনেই হারতে হয়েছে পদ্ম শিবিরকে। এই বিষয়ে  জেড়থান অঞ্চল তৃণমূলের সভাপতি শান্তনু মাইতি বলেন, ‘‌এই জয় থেকেই এটা প্রমাণ হয় মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। উন্নয়নের সঙ্গে আছেন'। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তবে কি পূর্ব মেদিনীপুরে ধীরে ধীরে সংগঠন দুর্বল হচ্ছে বিজেপির? এমনকী সম্প্রতি এই এলাকায় কয়েক দিন আগে বেশ কিছু বিজেপির ব্লক স্তরের নেতা তৃণমূলে যোগদান করেছিলেন। 

    পাশাপাশি বিজেপির জেতা এগরা-২ পঞ্চায়েত সমিতিও চলে আসে তৃণমূল কংগ্রেসের হাতে। বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তাই কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে তৃণমূলের জয়ের পর এগরার সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে ঘাসফুল শিবিরের জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা। তবে এবিষয়ে এগরা ১ ব্লকের বিজেপির  বিরোধী দলনেতা তাপস কুমার দে জানিয়েছেন, 'আলংগিরি সমবায় সমিতির নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। কিন্তু ওই সমবায় বহুদিন ধরে তৃণমূল দখলে রেখেছে। তাই সেখানে তারা নিজেদের লোককে বসিয়েছে। নিজেদের নতুন ভোটার তৈরি করেছে। আমরাও জয়ের চেষ্টা করেছি। সামান্য ব্যবধানে হেরেছি। এটা কোনও গণভোট নয়। তবে ছাব্বিশ সালে গণভোট হবে।'
  • Link to this news (আজকাল)