পাওয়া গেল না বিকল্প মুখ, সত্তরোর্ধ্ব অনন্ত রায়ের উপরেই ফের ভরসা সিপিএমের ...
আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জেলা রাজনীতিতে 'গ্রহণযোগ্য' কোনও নতুন মুখ খুঁজে পেল না সিপিআইএম। তাই প্রবীণ নেতা অনন্ত রায়কেই কোচবিহার জেলা সম্পাদকের দায়িত্ব দিল দল। দলের নিয়ম অনুয়ায়ী, ৭০ বছর বয়স পেরিয়ে গেলে নেতারা ওই দায়িত্ব পান না। কিন্তু বিকল্প কাউকে না পাওয়ায় বাধ্য হয়েই সত্তরোর্ধ্ব অনন্ত রায়কেই সেই দায়িত্ব দিতে হয়েছে বলে জেলা সিপিএমের একটি সূত্র জানায়। এই নিয়ে একটানা তিনবার দলের জেলা সম্পাদক হলেন অনন্ত।
দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রকাশ্য সমাবেশ শেষের পরে রাসমেলা মাঠে তৈরি করা অস্থায়ী ঘরে দলের জেলা সম্মেলন হয়। সেই সম্মেলনে ৫০ জনের কমিটি তৈরি করা হয়েছে। যার মধ্যে ১৯ জন নতুন মুখ। এঁদের মধ্যে আটজন মহিলা। নতুনদের মধ্যে সামাজিক ন্যায় মঞ্চের জেলা সম্পাদক কাজল রায়, খাগড়াবাড়ি এরিয়া কমিটির সম্পাদক মনোজ দাস, কোচবিহার শহর এরিয়া কমিটির রুহুল আমিন খন্দকার ও গৌতম রায়, তুফানগঞ্জের রুমিচা ভুঁইয়া বিবি, দিনহাটার মনোজ সরকার-সহ অন্যরা রয়েছেন।
তবে ৭০ বছর বয়স পেরিয়ে যাওয়ার কারণে জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তমসের আলি, সফিস আহমেদ, হরিশ বর্মন ও তারাপদ বর্মনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সফিস, তমসের ও হরিশকে আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে। যদিও অনন্ত দাবি করেছেন, ‘এবারের জেলা কমিটিতে অনেক নতুন মুখ আনা হয়েছে। যাঁদের অধিকাংশই নতুন প্রজন্মের। প্রবীণ ও নবীনদের নিয়ে সিপিএম আরও শক্তিশালী হবে।’
এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, ‘সিপিএম পুনরায় অনন্তবাবুকে মনোনীত করেছে। তাদের দলের অভ্যন্তরীণ বিষয়ে কিছু বলার নেই। তবে ধর্মনিরপেক্ষতার লড়াইয়ে তিনি যাতে পিছপা না হন সেই আহ্বান থাকল।’