• বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে বড় ঘোষণা ২১২টি মউ সাক্ষর এবং কত বিনিয়োগ প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী ...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এর দ্বিতীয় তথা শেষ দিনের অনুষ্ঠান শুরু থেকেই রাজ্যের প্রতিটি জেলার ক্ষুদ্র শিল্পের শিল্পপতিদের থেকে তথ্য নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঞ্চে অর্থ দফতরের মুখ্য উপদেষ্টা অমিত মিত্রর পাশে বসে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের বক্তব্য সবটা শুনলেন। এদিনও তিনি অনেক দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, দ্বিতীয় দিনেও একগুচ্ছ প্রকল্পে বিনিয়োগ ও মউ সাক্ষরিত হয়েছে। 

    মুখ্যমন্ত্রী জানান, প্রথম দিনে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব মিলেছে। প্রথম দিনে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কাদের তরফ থেকে বিনিয়োগের আশ্বাস পেয়ে বক্তৃতার সময় বেশ উচ্ছ্বসিত ছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বক্তব্যের শুরুতেই জানান, দেউচা-পাচামি খনিতে আজ থেকেই কাজ শুরু হয়েছে। এরপর তিনি বলেন, ''সাড়ে ৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। পোল্ট্রি-সহ বিভিন্ন স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য আন্তরিকতা জ্ঞাপন করেন। এর পাশাপাশি জানান বিভিন্ন দেশের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে।

    মুখ্যমন্ত্রী এদিন বলেন, ''বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বের ২০টি দেশ আমাদের সহযোগী হয়েছে। আরও ২০টি দেশের প্রতিনিধি-সহ মোট ৪০টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছেন।'' এরপর উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী বলেন, ''আগত সাংবাদিকেরা অপেক্ষায় রয়েছেন কত কোটি টাকার লগ্নি প্রস্তাব এল তা শুনতে।'' এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, শুধু আজকেই ৪ লক্ষ ৪৪ হাজার ৫৯৫ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে।'' বৃহস্পতিবারের মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা তথা সাংসদ দেব-সহ রাজ্য বিধানসভার একাধিক মন্ত্রী।
  • Link to this news (আজকাল)