• ফোন দেখতে চাইত প্রতিবেশী নাবালিকা! সেই সুযোগে লাগাতার ধর্ষণ করল দাদু ...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফোন দেখতে দেওয়ার নাম করে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ।  ঘটনায় অভিযুক্ত ৫০ বছরের পাশের বাড়ির দাদু। বুধবার আবারও এই ঘটনার স্বীকার হলে ঠাকুমাকে গোটা ঘটনা জানায়  নির্যাতিতা। এরপরই নাবালিকার পরিবার  নিকটবর্তী থানার  দ্বারস্থ হয়। অভিযুক্ত প্রতিবেশী দাদুকে গ্রেপ্তার করে পুলিশ। 

    অভিযুক্ত ও নির্যাতিতা দু'জনই দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকার বাসিন্দা।  জানা গিয়েছে, নির্যাতিতা  নাবালিকা নবম শ্রেণিতে পড়ত। নাবালিকার ব্যক্তিগত ফোন না থাকায় সে প্রতিবেশী দাদুর বাড়ি যেত, দাদুর  ফোন ব্যবহার করার জন্য।   

    অভিযোগ,ফোন দেখতে দেওয়ার নাম করে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেন  অভিযুক্ত। এমনকী  সেই সময় নাবালিকার কিছু গোপন ছবি তুলে নেন অভিযুক্ত। ফটো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নাবালিকাকে  বারবার  ধর্ষণ করতেন বলেই  অভিযোগ। বুধবার প্রতিবেশী দাদু ফের এই কান্ড ঘটালে নির্যাতিতা তার পরিবারকে সবটা জানান। তারপরেই প্রতিবেশি দাদুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। 

    পুলিশ সূত্রে খবর, নাবালিকা তার ঠাকুমা-দাদুর সঙ্গে থাকত। ঘটনা জানতে পেরে প্রতিবেশীদের ডাকেন তাঁরা। এরপর তাঁরা থানায় যান। অভিযোগ পাওয়ার পর, পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। জেরার মুখে ভেঙে পড়ে অপরাধ  স্বীকার করে অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু  হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
  • Link to this news (আজকাল)