সপ্তাহশেষে আবারও দুর্ভোগের আশঙ্কা, বাতিল বহু লোকাল ট্রেন
আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গত সপ্তাহের পর ফের চলতি সপ্তাহশেষে, আবারও শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। প্রায় সাড়ে ৯ ঘণ্টার বেশি সময় ট্রেন বাতিল থাকবে। রেল বিবৃতি দিয়ে জানিয়েছে যে, আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১০.১৫ মিনিট থেকে ৯ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৮টা পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে। ফলে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি ওই সময়ে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।