সুখবর, বইমেলার জন্য রবিবারও শিয়ালদা-সেক্টর ফাইভে চলবে মেট্রো, রইল টাইমটেবিল
আজ তক | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
কলকাতার বইপ্রেমীদের জন্য সুখবর! আসন্ন ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন-১) মেট্রো রুটে পরিষেবার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে। সবচেয়ে বড় বিষয়, বইমেলার জন্য রবিবারেও মেট্রো চলবে! সাধারণত এই লাইনে রবিবার পরিষেবা বন্ধ থাকে, কিন্তু ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তিত সূচিতে বিশেষ ট্রেন চালানো হবে।
বইমেলার বিশেষ পরিষেবা
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি (রবিবার) গ্রিন লাইন-১ রুটে ৭৪টি মেট্রো পরিষেবা চালানো হবে। এর মধ্যে ৩৭টি পূর্বমুখী ও ৩৭টি পশ্চিমমুখী ট্রেন চলবে। বইপ্রেমীদের সুবিধার জন্য বিকেল ২:১৫ থেকে রাত ৯:৪০ পর্যন্ত মেট্রো চালানো হবে।
বইপ্রেমীদের সুবিধা
বইমেলার সময় বিধাননগর (করুণাময়ী) মেট্রো স্টেশন বইপ্রেমীদের কাছে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে, কারণ এখান থেকেই সহজেই মেলার মূল প্রবেশদ্বারে পৌঁছানো সম্ভব। অতিরিক্ত ট্রেন চালু হওয়ায় যাত্রীদের সুবিধা হবে এবং পরিবহণ ব্যবস্থা আরও মসৃণ হবে।