শিল্প সম্মেলনে স্বাস্থ্যে ১০ হাজার কোটির বেশি বিনিয়োগ প্রস্তাব, ৩১ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা
প্রতিদিন | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
গৌতম ব্রহ্ম: ২৩টি ক্ষেত্রে ৯ হাজার ৬৯৮ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এল রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে। যা গতবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসা বিনিয়োগ প্রস্তাবের থেকে অনেকটাই বেশি। প্রস্তাবগুলি কার্যকর হলে ৩১ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। জমা পড়া প্রস্তাবের তালিকায় রয়েছে বেলভিউ, ভাগীরথী নেওটিয়া, নারায়ণা, পিয়ারলেস, সিএমআরআই, অ্যাপেলো, উডল্যান্ডস, চার্নক, মণিপাল গ্রুপের নাম। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিন সেক্টর ধরে ধরে বিনিয়োগ নিয়ে আলোচনা ছিল।
স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ প্রস্তাব নিয়ে বলতে গিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই মুহূর্তে দেশের প্রথম সারির হাসপাতালগুলি রাজ্যে আসতে চাইছে। স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের বড় মাইলস্টোন হল এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রাইভেট সেক্টর কখনই আগ্রহ দেখায় না, যদি না সরকার সঠিক নীতি নেয়। একসঙ্গে কাজ করার মানসিকতা না দেখায়। পরে স্বাস্থ্য সংক্রান্ত কমিটির কো চেয়ারম্যান রূপক বড়ুয়া বলেন, মুখ্যমন্ত্রীর আমলে রাজ্যের শয্যাসংখ্যা ৫৭ হাজার থেকে বেড়ে ৯৭ হাজার হয়েছে। ১০ টা মেডিক্যাল কলেজ থেকে ৩০ টা হয়েছে। আগে ৬৮ শতাংশ নার্স ভিনরাজ্য থেকে আনতে হত। এখন ৭২ শতাংশ আমাদের রাজ্য থেকেই পাওয়া যাচ্ছে।
রূপকবাবু জানান, ৯৬৯৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবের বাইরে সার্জিক্যাল সামগ্রী নির্মানের জন্য আরও ১০০০ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব স্থানীয়ভাবে এসেচছে। রাজ্যে এই শিল্প দ্রুতহারে বাড়ছে। এদিন যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে সিএমআরআই হাসপাতালের তরফ প্রস্তাব এসেছে শিলিগুড়িতে নতুন ক্যান্সার হাসপাতাল, অত্যাধুনিক ওটি, ক্রিটিক্যাল কেয়ার সম্প্রসারণ, নার্সিং কলেজ তৈরীর। শিলিগুড়িতে ডায়ালিসিস এবং বোন ব্যাঙ্কের ফেসিলিটি-সহ ২০০ বেডের হাসপাতালে বিনিয়োগ করছেন তারা।
তাদের এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ৪০০ কোটি টাকা। এবং এই প্রকল্পে কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে ১২৮০ জনের। একইভাবে বেলভিউ হাসপাতাল রাজারহাট নিউটাউনে তাদের ২০০ থেকে ৪০০ বেডের একটি নতুন হাসপাতাল তৈরি করতে চলেছেন। যার জন্য তারা রাজ্যে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে পনেরশো কোটি টাকার। এখানে কর্মসংস্থান হবে ৪৮০০ জনের। এদিকে পিয়ারলেস গ্রুপ আগামী বছর পয়লা বৈশাখে নতুন ক্যান্সার হাসপাতাল তৈরি করতে চলেছে। বারাসাতে এই হাসপাতালের জন্য ৪০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে তারা। এই প্রকল্প বাস্তবায়িত হলে এক হাজার ২৮০ জনের নতুন কর্মসংস্থান হবে সেখানে। উডল্যান্ড হাসপাতালের তরফ থেকেও রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে ৫৩০ কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে।
এই প্রস্তাবে বলা হয়েছে নতুন ১০ তলা বিল্ডিং তৈরি করতে চান তারা। আগামী দিনে ১৫০ থেকে ৩৭০ শয্যার হাসপাতাল হবে উডল্যান্ডস। স্টেট অব দ্য আর্ট ক্যান্সার সেন্টারের পাশাপাশি লিভার, ফুসফুস প্রতিস্থাপনে চিকিৎসা পরিকাঠামো থাকবে সেখানে। এই প্রকল্পে প্রায় ১৭০০ জনের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। শ্রেষ্ঠা হাসপাতাল এবার বিশ্ববঙ্গ সম্মেলনে রাজ্যে নতুন একটি আড়াইশো বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছে। এই প্রকল্পে প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ হবে। ১২৮০ জনের কর্মসংস্থান হবে। একইভাবে নারায়ণা হেলথ এর তরফ থেকে রাজ্যে একটি হাসপাতাল ও একটি রিসার্চ ইনস্টিটিউট তৈরির প্রস্তাব দেয়া হয়েছে।
মুকুন্দপুরে আরও ১৫০ শয্যার হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছে তারা। পাশাপাশি নিউটাউনে ১০০১ শয্যার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট তৈরির প্রস্তাব দিয়েছে নারায়ণা। এক্ষেত্রে তাদের বিনিয়োগের পরিমাণ হাজার কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৩২০০ জনের কর্মসংস্থান হবে বলে আশা করছে রাজ্য সরকার। এছাড়া দিশার কাছ থেকেও ৭০০ শয্যার নতুন চোখের হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছে। কলকাতায় ৩০০ বেডের হাসপাতালে তাদের বিনিয়োগ ৩০০ কোটি। কর্মসংস্থান হবে ৯৬০ জনের।এদিন স্বাস্থ্যক্ষেত্রের এই বিনিয়োগ প্রস্তাব প্রসঙ্গে রাজ্যের জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাম্প্রতিক সময়ে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে তা রাজ্যের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রের শিল্প মহলকেও স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের জন্য আকর্ষিত করেছে। তারই ফল স্বাস্থ্য ক্ষেত্রে এই বিপুল বিনিয়োগ।