• আসল নোটের আড়ালেই জাল টাকা বিলি! নকশা বানিয়ে গ্রেপ্তার কলকাতার গ্রাফিক্স শিল্পী!
    প্রতিদিন | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • অর্ণব আইচ: জাল নোটের নকশা বানিয়ে গ্রেপ্তার কলকাতার গ্রাফিক্স শিল্পী! কসবার রাজডাঙা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। আর তাকে গ্রেপ্তার করতেই প্রকাশ্যে অভিনব জাল নোট চক্র।

    কসবা থেকে ধৃত গ্রাফিক্স শিল্পীর নাম সুপ্রতিম দত্ত। জানা গিয়েছে, জাল নোটের ৫০০ টাকার নকশা বানাত সে। দেখতে প্রায় আসল নোটের মতোই। পিডিএফ বানিয়ে তা পাঠিয়ে দিত তেলেঙ্গানায়। সেখানে তা প্রিন্ট করে ফটো কপি বানানো হত। তারপর বড় অঙ্কের টাকা লেনদেনের সময় আসল নোটের সঙ্গে সেই নকল নোট মিশিয়ে দেওয়া হত। ফলে টাকা নেওয়ার সময় খেয়াল করতেন না অনেকেই।

    তেলেঙ্গানায় এই ঘটনার তদন্তে নেমে ১১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের নকল ৫০০ টাকার নোট-সহ একজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম পাবাত্তি মুরালি কৃষ্ণা। বাড়ি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়। জানা গিয়েছে, পরিকল্পনামাফিক তেলেঙ্গানায় নকল নোট ছড়িয়ে দিত সে।  তার কাছ থেকে একটি কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ল্যামিনেটর, সাদা কাগজ উদ্ধার হয়। তাকে গ্রেপ্তার করতেই কলকাতা গ্রাফিক্স শিল্পীর খোঁজ মেলে। যে কলকাতায় বসে নকল নোটের ছবি তৈরি করত। খোঁজ পেতেই কসবায় হানা দেয় পুলিশের দল। গ্রেপ্তার করে সুপ্রতিম দত্তকে। ট্রানজিট রিমান্ডে তাকে অন্ধ্রপ্রদেশ নিয়ে যাওয়া হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)