• জটিলতা কাটিয়ে রাতের অন্ধকারেই শুরু ডেউচা-পাচামিতে খনন কাজ
    এই সময় | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • বিক্ষিপ্ত চাপানউতোর, ছুটকো জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার রাতের অন্ধকারেই শুরু হয়ে গেল ডেউচা-পাচামিতে খনন কাজ। এদিন থেকেই কাজ ডেউচা-পাচামিতে কাজ শুরুর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই ডেউচার মহম্মদবাজারের চাঁদা এলাকায় হয় ভিত পুজোও।

    ডেউচা পাচামি থেকে কয়লা নয়, প্রথমে উত্তোলন করা হবে ব্যাসল্ট। সেই মতোই রাতের অন্ধকারে মাটি কাটা শুরু করল জেসিবি। এ দিন খনন কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন জেলাশাসক। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে উপস্থিত ছিলেন পুলিশ সুপারও।

    এদিন সকালে কাজ শুরুর উদ্যোগ দেখে স্থানীয় আদিবাসীদের একাংশ বিক্ষোভ দেখাতে সেখানে জমা হন। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজক কোনও পরিস্থিতি ঘটেনি।

    রাজ্য প্রশাসন সূত্রে খবর, ডেউচা-পাচামির প্রায় ১২ হাজার বর্গ কিমি জায়গার মধ্যে ৩০ শতাংশ এলাকায় প্রাথমিক খনিমুখ খুলে খননকার্য চালানো হবে। বাকি ৭০ শতাংশ এলাকায় ভূগর্ভস্থ খনন এবং গ্যাসিফিকেশনের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া চালানো হবে।

    বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজ আমরা খনন শুরু করলাম। আজ দুপুরে পুজো দিয়ে শুভ কাজ শুরু হয়েছে। আশেপাশের এলাকার মানুষরা এখানে কাজ করবেন। ইতিমধ্যেই সেই রেজিস্ট্রেশনের কাজও চলছে।’

  • Link to this news (এই সময়)