• ফ্লোরে নেই পরিচালকেরা, উত্তপ্ত পরিস্থিতি, শুরু হচ্ছে সৃজিতের 'কিলবিল সোসাইটি'র শুটিং!
    আনন্দবাজার | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ডিরেক্টর্স গিল্ড-ফেডারেশন সমঝোতা বিশ বাঁও জলে। নীরব ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। যার জেরে শুক্রবার থেকে অনির্দিষ্ট কালের জন্য শুটিং ফ্লোরে যাবেন না সমস্ত পরিচালক। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে পরিচালকদের সংগঠন। খবর, এমন উত্তপ্ত পরিস্থিতিতেই শুক্রবার থেকে তাঁর আগামী ছবি ‘কিলবিল সোসাইটি’র শুটিং শুরু করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। যে ছবির নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। প্রযোজনায় এসভিএফ।

    সমস্ত পরিচালক গিল্ড-এর নির্দেশ মেনে শুটিং ফ্লোর থেকে দূরে থাকবেন। সৃজিত কী করবেন? আনন্দবাজার অনলাইন এই প্রশ্ন করতেই পরিচালক বলেছেন, “পরিচালক তথাগত মুখোপাধ্যায় শুক্রবারও তাঁর আগামী ছবি ‘রাস’-এর শুটিং করবেন। তিনি যদি ছবির শুটিং করতে পারেন তা হলে আমি নয় কেন?” এই জায়গা থেকেই তিনিও তাঁর আগামী কাজ শুরু করতে চলেছেন। যদিও এই প্রসঙ্গে গিল্ডের তরফ থেকে জানানো হয়েছিল, তথাগত এবং ছোট পর্দার পরিচালক সুমন দাস শহরের বাইরে শুটিং করছেন। তাই তাঁদের কাজ বন্ধ করা হচ্ছে না। দুই পরিচালক শহরে ফিরে আর শুটিং করবেন না, এই নির্দেশ ইতিমধ্যেই জানানো হয়েছে তাঁদের।

    সৃজিতের ছবির নায়ক পরমব্রত শুরু থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত। পাশাপাশি, গিল্ড-এর কার্যকরী কমিটির অন্যতম সদস্য। সবাই যখন কাল থেকে অনির্দিষ্ট কালের জন্য ফ্লোর থেকে দূরে তখন নতুন একটি ছবির শুটিং শুরু হবে। কী বলবেন তিনি? পরিচালক-অভিনেতা অবশ্য এ ব্যাপারে নীরব। ফোনে সাড়া দেননি তিনি। একই ভাবে ব্যস্ততার কারণে বৃহস্পতিবারের গিল্ডের মিটিংয়েও যোগ দিতে পারেননি। অন্য দিকে নীরব ছবির প্রযোজক শ্রীকান্ত মোহতাও। প্রসঙ্গত, গত বছর তাঁরই পুজোর ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্র করেই পরিচালক-ফেডারেশন কাজিয়া তীব্র হয়। সামনে আসে পরিচালক - ফেডারেশন দ্বন্দ্ব। সেই শ্রীকান্ত মোহতাকেও ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
  • Link to this news (আনন্দবাজার)