‘মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়ের মতো...’, BGBS মঞ্চে আবেগপ্রবণ ভুটানের মন্ত্রী
এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাংলায় এসে ঘরে ফেরার মতোই আপন অনুভূতি হয়। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে আবেগপ্রবণ মন্তব্য ভুটানের মন্ত্রী ইয়নটেন ফুনসুকের। তিনি মুখ্যমন্ত্রীকে মাদারলি ফিগার বলেও বর্ণনা করেন বজ্র ড্রাগনের দেশের এই মন্ত্রী। শুধু তাই নয়, জন্ম সালের নিরিখে নিজের মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সূক্ষ্ম যোগসূত্রের কথাও উল্লেখ করেন তিনি।
বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বসেছিল চাঁদের হাট। অষ্টম BGBS-এ মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের পাশাপাশি অতিথি হিসেবে ভুটান থেকে হাজির ছিলেন মন্ত্রী ইয়নটেন ফুনসুক। মঞ্চে বক্তব্য রাখতে উঠে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি। বলেন, ‘মমতা দিদি আমাদের ভুটানেও ঘরে ঘরে খুব পরিচিত নাম। এখানে এসে ঘরে ফেরার মতো অনুভূতি হচ্ছে। ভুটান যে বাংলার প্রতিবেশী শুধু তাই নয়, এমন অনুভূতির কিছু ব্যক্তিগত কারণও আছে। আমার মা ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই বছর জন্মান। তাই আমি তাঁর ছেলের মতো। উনি অবশ্যই আমার কাছে মায়ের মতো। রিমার্কেবল মাদারলি ফিগার।’ এখানেই শেষ নয়, ফুনসুকের কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরলতা, মানবতাবোধ সত্যিই প্রশংসনীয়। ওঁর নেতৃত্বে বাংলা এখন গ্লোবাল ইনভেস্ট হাব।’
ভুটানের সঙ্গে বাংলার ব্যবসার সম্ভাবনার কথাও বেঙ্গল গ্লোবাল সামিটের মঞ্চে তুলে ধরেন মন্ত্রী ফুনসুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার দূরদৃষ্টির সঙ্গে গোটা দেশই সুপরিচিত। ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের পার্টনারশিপ হতে পারে। বিনিয়োগকারীদের ট্যুরিজমের বিষয়ে পর্যালোচনা করতে অনুরোধ করব।’ এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যায় ইয়নটেন ফুনসুক উল্লেখ করেন ভুটানের সঙ্গে বাংলার সুগম যোগাযোগ ব্যবস্থার কথা। তাঁর মতে, ভারত ও ভুটানের মধ্যে ক্রস বর্ডার রেলপথও গেম চেঞ্জারের ভূমিকা নিতে পারে। এ ছাড়া গ্রিন এনার্জি, রিনিউয়েবল এনার্জি নিয়েও কাজের সম্ভাবনা তৈরি হতে পারে বাংলা ও ভুটানে।