• মানকরে পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সচেতনতামূলক কর্মসূচি
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মানকর: বৃহস্পতিবার গলসি-১ ব্লকের মানকরে পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে কন্যা ভ্রুণহত্যা ও বাল্যবিবাহ সহ একাধিক বিষয়ে স্কুল পড়ুয়াদের সচেতন করা হল। উপস্থিত ছিলেন হাসপাতালের বিএমওএইচ পায়েল বিশ্বাস, গলসি-১ ব্লকের বিডিও জয়প্রকাশ মণ্ডল। সেখানে মানকর উচ্চ বিদ্যালয় ও মানকর বালিকা বিদ্যালয়ের একশোরও বেশি পড়ুয়া উপস্থিত ছিল। এদিন পড়ুয়াদের সচেতন করার পাশাপাশি এবিষয়ে ক্যুইজ ও বিভিন্ন খেলার আয়োজন করা হয়। সার্টিফিকেটও দেওয়া হয়। এক পড়ুয়া বলে, অনেক কিছু জানতে পারলাম। বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধে পুরুষদের অগ্রণী ভূমিকা ছিল। আজকের অনুষ্ঠান মূলত কন্যা ভ্রুণহত্যা ও বাল্যবিবাহ নিয়ে হলেও ছেলেরাও অনুষ্ঠানে এসেছে। পড়ুয়ারা সকলে মিলে এগিয়ে এলে এই সমস্যা দূর করা যাবে। বিএমওএইচ পায়েল বিশ্বাস বলেন, আশা করছি, এধরণের সচেতনতা শিবিরের ফল পাওয়া যাবে। বাল্যবিবাহ, বিয়ের নির্দিষ্ট বয়স, মা হওয়ার বয়স প্রভৃতির মতো বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা হয়েছে। আমরা সকলকে শপথবাক্যও পাঠ করিয়েছি। পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়া ও কুষ্ঠ নিয়েও আলোচনা হয়েছে। রোগগুলি যে ছোঁয়াচে নয়, তা উপস্থিত পড়ুয়াদের জানানো হয়েছে।-নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)