দুবরাজপুর পুরসভা পরিচালিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উন্মাদনা
বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বৃহস্পতিবার দুবরাজপুর পুরসভা পরিচালিত ডিউস নক-আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হল। অ্যাঞ্জেল স্পোর্টস ক্লাব জয়ের শিরোপা ছিনিয়ে নিয়েছে। সেমিফাইনালে জয় পেয়েও নায়কপাড়া স্পোর্টস ক্লাব হার স্বীকার করল। দুবরাজপুর পুরসভার ক্রীড়াঙ্গণে চলা খেলা ঘিরে বাসিন্দাদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুদীপ্ত ঘোষ, আইনজীবী মলয় মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। এছাড়া ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলি, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, আইনজীবী স্বরূপ ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এবছর দুবরাজপুর পুরসভার ৫০বছর পূর্তি হল। সেই উপলক্ষ্যে কর্তৃপক্ষের তরফে বছরভর একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত ১২জানুয়ারি ২৬তম বর্ষ এই টুর্নামেন্টের সূচনা হয়। পুরসভা এলাকার মোট ২৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সেমিফাইনালে জয় পেয়ে অ্যাঞ্জেল স্পোর্টস ক্লাব ও নায়কপাড়া স্পোর্টস ক্লাব ফাইনাল খেলায় মুখোমুখি হয়। দুই প্রতিদ্বন্দ্বীর খেলা উপভোগ করতে এদিন শুরু থেকেই প্রচুর ক্রীড়াপ্রেমী ভিড় জমান। প্রথমে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেল স্পোর্টস ক্লাব ২০ওভারে ১৯১ রান করে। নায়কপাড়া স্পোর্টস ক্লাব ২০ ওভারে ৭উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে।
খেলা শেষে পুরসভার চেয়ারম্যান বিজয়ী দলের সদস্যদের হাতে ট্রফি তুলে দেন। সেইসঙ্গে পুরস্কারের নগদ টাকাও তাদের হাতে তুলে দেওয়া হয়। রানার্স দলের সদস্যদের হাতেও ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। পুরসভার চেয়ারম্যান বলেন, যুব দিবসে খেলার সূচনা হয়েছিল। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলার মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা হল। মূলত যুব ও কিশোরদের মাঠমুখী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যুব সমাজকে মোবাইল আসক্তি থেকে মুক্ত করাও একটি লক্ষ্য। আগামী দিনে এধরনের আরও খেলার আয়োজন করা হবে। সুদীপ্তবাবু বলেন, বিভিন্ন খেলায় বীরভূম জেলা অনেক এগিয়ে রয়েছে। প্রত্যন্ত এলাকায় ফুটবলকে আবারও জনপ্রিয় করতে হবে।