• কুলটিতে ছিন্নমস্তা মায়ের বার্ষিক মহোৎসবে মেতেছেন বাসিন্দারা
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কুলটি থানার দিসেরগড়ে ছিন্নমস্তা মায়ের বার্ষিক মহোৎসব ঘিরে উন্মাদনায় মেতেছেন বাসিন্দারা। ৪১তম বার্ষিক উৎসবের সূচনা করেন ইসিএলের সিএমডি সতীশ ঝা ও কিরণ ঝা। সাতদিন ধরে পুজো, যজ্ঞ, চণ্ডীপাঠের পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঝাড়খণ্ড ঘেঁষা এই এলাকায় বার্ষিক উৎসবে বড় গ্রামীণ মেলার পাশাপাশি যাত্রাপালা, বাউল গান, পালাকীর্তন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করছেন। শুধু দিসেরগড় নয়, পার্শ্ববর্তী নানা এলাকার মানুষজন উৎসবে শামিল হচ্ছেন।


    কথিত আছে, বেলরুইয়ের জমিদার মা ছিন্নমস্তার ঘট অযত্নে পড়ে রয়েছে বলে স্বপ্ন দেখেন। এরপর কুলটির মানিকেশ্বরের সন্ন্যাসীকে সেই ঘট খুঁজে বের করার ভার দেন জমিদার। এরপর কালক্রমে সেই ঘট হাজির হয় স্থানীয় কোলিয়ারির বড় আধিকারিক অভয়পদ আচার্যের বাড়িতে। সেখানেই শুরু হয় ছিন্নমস্তার পুজো। ন’বছর বয়স থেকে সেই পুজোর ভার তুলে নেন মানিকলাল আচার্য। তিনিই দিসেরগড় শ্মশানের অদূরে ছিন্নমস্তা মন্দির প্রতিষ্ঠা করেন। ১৯৮৪সালে শুশুনিয়ার পাথর শিল্পীরা মা ছিন্নমস্তার মূর্তি তৈরি করেন। সেই থেকে এখানে পুজো চলছে বলে জানান ছিন্নমস্তা কালীমন্দির সমিতির সভাপতি নন্দদুলাল আচার্য। সরস্বতী পুজোর একদিন পর মাকুরী সপ্তমীতে বার্ষিক পুজো শুরু হয়। তার একদিন আগেই উৎসবের সূচনা হয়। এবার মঙ্গলবার উৎসবের সূচনা হয়। শনিবার পর্যন্ত চলবে উৎসব। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠছে দিসেরগড় চত্বর। প্রাক্তন বিধায়ক মানিকলাল আচার্য বলেন, মায়ের ‌‌ই঩চ্ছেতেই প্রতি বছর এর ব্যাপ্তি বাড়ছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)