জিবিএস আক্রান্ত দশমের ছাত্রকে প্রয়োজনীয় ওষুধ পাঠাল এমজেএন
বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের টাকাগাছের বাসিন্দা জিবিএসে আক্রান্ত দশম শ্রেণির ছাত্রের জন্য শিলিগুড়িতে প্রয়োজনীয় ওষুধ পাঠানো হল। বৃহস্পতিবার এমনজেএন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে একটি গাড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ওই ওষুধ পাঠানো হয়েছে। সরবরাহ না থাকার কারণে ওই দরিদ্র ছাত্রটির পরিবারকে অন্যের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে নির্দিষ্ট ওই ইঞ্জেকশন কিনতে হচ্ছিল। কোচবিহার মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ নির্মলকুমার মণ্ডল বলেন, আমরা চারটি ডোজ শিলিগুড়ি পাঠিয়েছি। খবর পেয়েছি ওই নির্দিষ্ট ইঞ্জেকশন আমাদের এখনে এবং উত্তরবঙ্গ মেডিক্যালের আসছে। যাতে দু’দিন ওই ইঞ্জেকশন দেওয়া যায় তারজন্যই এই পদক্ষেপ আমাদের। গোটা বিষয়টি নিয়ে কোচবিহারের জেলাশাসক, উত্তরবঙ্গ মেডিক্যালের সুপারের সঙ্গেও কথা হয়েছে। আমরা ওষুধ পাঠাতে পারায় আশা করি পরিবারটির কিছুটা সুবিধা হল। কিছুদিন আগে এমজেএনে নৃপেন্দ্রনারায়ণ হাইস্কুলের দশম শ্রেণির এক ছাত্রকে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর ছাত্রের জিবিএস রোগ নির্ণয় হয়। এমজেএনে প্রয়োজনীয় ওষুধ না থাকায় তাকে ২৩ জানুয়ারি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু আর্থিক সঙ্গতির অভাবে পরিবারের সদস্যরা ছেলেকে শিলিগুড়ি নিয়ে যেতে পারেননি। এমজেএনের প্রিন্সিপাল বিষয়টি জানার পর উদ্যোগী হন। ছেলেটিকে উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানোর ব্যবস্থা করা হয়। গত সপ্তাহ থেকে উত্তরবঙ্গ মেডিক্যালেই তার চিকিৎসা চলছে। কিন্তু, উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে গিয়েও বিপত্তিতে পড়ে পরিবারটি। কারণ সেখানেও জিবিএসের জন্য প্রয়োজনীয় ওষুধ নেই। প্রতিদিন বাইরে থেকে টাকা দিয়ে ইঞ্জেকশনের ডোজ কিনে দিতে হচ্ছিল। ফলে চরম সমস্যায় পড়তে হয় পরিবারটিকে। এই পরিস্থিতির কথা জানতে পারে এমজেএন মেডিক্যাল কলেজ ও প্রশাসন। এরপরেই তারা উদ্যোগী হয় উত্তরবঙ্গ মেডিক্যালে ইঞ্জেকশন পাঠানোর ব্যাপারে যাতে দরিদ্র পরিবারটির কিছুটা সুবিধা হয়।