• অণ্ডালকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ার উদ্যোগ জিন্দালদের
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: অণ্ডালকে আন্তজার্তিক বিমানবন্দর হিসেবে গড়তে উদ্যোগী জিন্দাল গোষ্ঠী। জেএসডব্লু গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দাল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে এই ঘোষণা করতেই খুশি অণ্ডাল-দুর্গাপুর সহ শিল্পাঞ্চলের বাসিন্দারা। বিমান বন্দরের পরিকাঠামো উন্নয়ন, বিমান পরিষেবা বৃদ্ধি সহ নানা বিষয়ে দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠীর এগিয়ে আসার খবরে অনেকেই আশার আলো দেখছেন। শুধু বিমানবন্দরের উন্নয়নই নয়, অণ্ডালের উপনগরীতে বেঙ্গল এরোট্রোপলিস প্রজেক্ট লিমিটেডের একের পর এক বিনিয়োগ আসছে। এই বিমান উপনগরীকে কেন্দ্র করে মার্কিন সংস্থার বিনিয়োগও আসছে। যা রা঩জ্যের শিল্পায়নের ক্ষেত্রে বড় বিজ্ঞাপন হতে চলেছে। স্থানীয় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, অত্যন্ত খুশির খবর। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অণ্ডালকে আন্তজার্তিক বিমানবন্দর গড়ার যে উদ্যোগ দেখা গিয়েছে তাতে এলাকারবাসী খুশি। দ্রুত এলাকার উন্নয়ন ঘটবে। 


    টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়াকে ফের নিজেদের অধীনে এনে বিমান পরিষেবা ব্যবসায় মাথা গলিয়েছে। আদানী গোষ্ঠীও একাধিক পোর্ট বিমান বন্দরের পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ করেছে। এবার সেই পথে পা বাড়িয়েছে জিন্দাল গোষ্ঠীও। জানা গিয়েছে, সজ্জন জিন্দাল অণ্ডাল বিমানবন্দরকে দিয়েই তার সূচনা করতে চান। বুধবার কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অণ্ডাল বিমানবন্দরকে আন্তজার্তিক বিমানবন্দরের পরিকাঠামো গড়ার কথা নিজেই বলেন তিনি। মুখ্য‌মন্ত্রী টাটা গোষ্ঠীকে কলকাতা-ইউরোপ সরাসরি বিমান পরিষেবা চালু করতে অনুরোধ করেছেন। তারই মাঝে সজ্জন জিন্দালের এই আগ্রহের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী একাধিকবার অণ্ডালকে আন্তজার্তিক বিমানবন্দর হিসেবে গড়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। 


    শুধু বিমানবন্দরের উন্নয়নই নয়, তাকে কেন্দ্র করে থাকা উপনগরীতেও একাধিক বিনিয়োগ আসছে। বৃহস্পতিবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রয়াগ গোষ্ঠীকে সম্মানিত করা হয়। তারা অণ্ডালের নিজেদের কারখানা গড়ছে। ৫০০ জনের কর্মসংস্থান হবে। তেমনই আমেরিকা কেন্দ্রীক একটি সংস্থা এখানে টাইলস লাগানোর জন্য ব্যবহৃত কেমিক্যাল প্রস্তুত করবে। 


    বেঙ্গল এরোট্রোপলিস প্রজেক্ট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট সুমন রায় বলেন, আমরা ক্রেডাইয়ের পক্ষ থেকে সেরা প্রজেক্টের স্বীকৃতিও পেয়েছি এবছর। বাংলার উন্নয়নের এখন বড় বিজ্ঞাপন অণ্ডাল।
  • Link to this news (বর্তমান)