• কোচবিহার জেলায় ১৬ কোটি টাকার কাজের সূচনা উদয়নের
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: বৃহস্পতিবার জেলাজুড়ে একাধিক প্রকল্পের কাজের সূচনা ও উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। একইসঙ্গে মাথাভাঙা-১ ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তার কাজের সূচনা করেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন। 


    এদিন উদয়ন গুহ কোচবিহারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯ কোটি টাকার কাজের সূচনা করেন। এরপর ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তার কাজ, ঘোকসাডাঙা বীরেন্দ্র মহাবিদ্যালয় ও গুমানিহাট হাইস্কুলে কাজের সূচনা করেন। সেখান থেকে কুর্শামারি পঞ্চায়েত এলাকার ময়নাতলি বাজার থেকে সিপিডব্লু রাস্তা পর্যন্ত একটি পেভার ব্লকের রাস্তার কাজের সূচনা করেন। 


    এদিন বিকেলে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে নির্মিত দু’টি শ্রেণিকক্ষেরও উদ্বোধন করেন মন্ত্রী। ক্যাম্পাস প্রাঙ্গণে জেলা পরিষদের ১৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হবে একটি শৌচাগার। সেই কাজের সূচনা করেন মন্ত্রী ও জেলা পরিষদের সভাধিপতি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান এবং মাথাভাঙা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন। এছাড়াও ছিলেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদনচন্দ্র বর্মন, জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যরা। 


    উদয়ন গুহ বলেন, এদিন জেলাজুড়ে মোট ১৬ কোটি টাকা কাজের উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে। একইসঙ্গে জেলা পরিষদের প্রায় দেড় কোটি টাকার কাজেরও সূচনা করা হয়েছে। খলিসামারি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের শ্রেণিকক্ষ উদ্বোধন করার পর তিনি বলেন, আমরা উন্নয়নের কাজ করছি। কোচবিহার জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, অনেক আন্দোলনের ফলে খলিসামারিতে দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। একাধিক দপ্তরে আবেদন করেও বরাদ্দ মেলেনি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দু’টি শ্রেণিকক্ষ তৈরি করেছে। জেলা পরিষদও এখানে বরাদ্দ করেছে। আমরা প্রত্যাশী আরও বরাদ্দ আসবে এই ক্যাম্পাসের উন্নয়নে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)