নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার সশস্ত্র গোরু পাচারকারীদের রুখল বিএসএফ। তারা কাঁদানে গ্যাস ও হ্যান্ড গ্রেনেড ছুড়ে পাচারকারীদের প্রতিরোধ করে। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে শিলিগুড়ির কাছে ফুলবাড়ি সীমান্তে। ঘটনাস্থল থেকে ১৪টি গোরু উদ্ধার করেছে বিএসএফ। তিন দিনে উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্তে এ ধরনের একাধিক ঘটনা ঘটল। যা নিয়ে সীমান্ত গ্রামের বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। অন্যদিকে, ফের অভ্যন্তরীণ হাঙ্গামা পদ্মাপারে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফুলবাড়ি সীমান্ত দিয়ে এপারে আসা বাংলাদেশিরা।
এদিন ভোরে ঘন কুয়াশার চাদের ঢাকা ছিল ফুলবাড়ি সীমান্ত। এমন আবহাওয়ায় সশস্ত্র গোরু পাচারকারীরা সীমান্তে জড়ো হয়। বিএসএফ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাচারকারীদের হাতে দা ও লাঠি ছিল। তাদেরকে প্রথমে থামতে বলেন কর্তব্যরত জওয়ানরা। সাড়া না দিয়ে সশস্ত্র পাচারকারীরা কাঁটাতারের বেড়ার দিকে যায়। তখন বাধ্য হয়েই জওয়ানরা কাঁদানে গ্যাসের সেল ও হ্যান্ড গ্রেনেড ছোড়ে। এরপর সেখান থেকে পালিয়ে যায় গোরু পাচারকারীরা।
সংশ্লিষ্ট এলাকা বিএসএফের শিলিগুড়ি সেক্টরের অধীনে। সেক্টরের এক অফিসার বলেন, জওয়ানরা প্রতিরোধ করায় গোরু পাচারে ব্যর্থ হয়েছে পাচারকারীরা। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৪টি গোরু উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার গঙ্গারামপুর সীমান্তে বিএসএফের উপর হামলা চালায় বাংলাদেশের সশস্ত্র পাচারকারীরা। তারআগে মালদহের হবিবপুরেও একই ধরনের ঘটনা ঘটে। এবার ফুলবাড়ি সীমান্তেও পাচারকারীদের দৌরাত্ম্য নজরে এসেছে।
ঘটনাগুলি নিয়ে সীমান্ত গ্রামের বাসিন্দাদের অভিযোগ, পাচারকারীদের মদত দিচ্ছে বাংলাদেশ। এজন্যই সীমান্তে অশান্তি ছড়াচ্ছে। কিছু জায়গায় বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে হাত মিলিয়েছে এপারের পাচারকারীরা। বিএসএফের অফিসাররা অবশ্য বলেন, অবৈধ অনুপ্রবেশ ও পাচার রুখতে সীমান্তে জওয়ানরা সতর্ক রয়েছে। ইতিমধ্যে কিছু অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে।
এদিকে, ফের বাংলাদেশে অশান্তি দানা বেধেছে। এই অবস্থায় এদিন ফুলবাড়ি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে ভারতে আসেন কয়েকজন বাংলাদেশি। তাঁদের মধ্যে অবিনাশ রায় একজন। বাংলাদেশের দিনাজপুরে তাঁর বাড়ি। তিনি স্ত্রীর চিকিৎসার জন্য শিলিগুড়িতে এসেছেন। তিনি বলেন, দেশে যে অশান্তি চলছে, তা নিন্দনীয়। এসব বন্ধ হওয়া জরুরি।