• পুঁটিমারিতে ভস্মীভূত বাড়ি, ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকার
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: বৃহস্পতিবার মাথাভাঙা-২ ব্লকের লতাপোঁতা গ্রামপঞ্চায়েত এলাকার পুঁটিমারিতে আগুনে ভস্মীভূত হয়েছে একটি বাড়ি। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ স্থানীয় নীলপদ বিশ্বাসের রান্নাঘরে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। বেশকিছুটা সময় পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ততক্ষণে পুড়ে গিয়েছে গোটা বাড়ি। নীলপদ বিশ্বাস জানিয়েছেন, ঘরে চাল, ডাল, আসবাব সহ একটি বাইকও পুড়ে গিয়েছে। নগদ প্রায় দুই লক্ষ টাকা ছিল। সেই টাকাও পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিন সকালে নিজের দোকানে ছিলেন নীলপদ বিশ্বাস। বাড়িতে তাঁর স্ত্রী রান্নার কাজ করছিলেন। নীলপদবাবু বলেন, রান্নার কাজের ফাঁকে তাঁর স্ত্রী উঠোনে গোরুকে জল খাওয়াতে গিয়েছিল। ওই সময়ে রান্নাঘরে আগুন ধরে যায়। 
  • Link to this news (বর্তমান)