সংবাদদাতা, কুমারগ্রাম: সম্প্রতি রাজ্য সরকারের তরফে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি ও বীরপাড়াতে রেলের আরওবি তৈরির জন্য এনওসি দেওয়া হয়েছে। এরপরই আরওবি তৈরির বিষয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছেন সাধারণ মানুষ। এরই মাঝে বৃহস্পতিবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতমের সঙ্গে দেখা করলেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ। বিধায়কের সঙ্গে ছিলেন বিজেপির দুই জেলা সম্পাদক সুনীল মাহাত ও বিপ্লব দাস। বিধায়ক বলেন, গত ১৬ জানুয়ারি রাজ্য এনওসি দিয়েছে। তবে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ সংক্রান্ত খরচের তথ্য রেলকে দেওয়া হয়নি। রাজ্য এই বিষয়ে সহযোগিতা করলে খুব শীঘ্রই কামাখ্যাগুড়িতে আরওবি তৈরির কাজ শুরু করা সম্ভব হবে।