• দার্জিলিং জেলা পুলিসে ওসি পদে রদবদল
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, নকশালবাড়ি: বৃহস্পতিবার দার্জিলিং জেলা পুলিসের বিভিন্ন থানার ওসি ও আধিকারিকের রদবদলের নোটিস জারি করলেন পুলিস সুপার প্রবীণ প্রকাশ। সেই অনুযায়ী নকশালবাড়ি থানার ওসি অনির্বাণ নায়েক লোথামা থানার ওসির দায়িত্ব নিচ্ছেন। রঙলি রঙলিয়াটের ওসি ওয়াসিম বারি নকশালবাড়ি ওসি পদের দায়িত্ব নেবেন। লোথামার ওসি সন্দীপন বন্দোপাধ্যায় রঙলি রঙলিয়াট থানার ওসি হচ্ছেন। সুকনা তদন্ত কেন্দ্রের ওসি প্রদীপ রায় আরআর থানায় যোগ দেবেন। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন বন্দনা প্রধান। গাড়িধুরা আউটপোস্টের ওসি মনোতোষ সরকার সাইবার থানায় বদলি হচ্ছেন। গাড়িধুরা আউটপোস্টের ওসির দায়িত্ব নিচ্ছেন পুলবাজার থানার ওসি মানব রায়। পুলবাজার থানার ওসির দায়িত্ব নিচ্ছেন মাল ট্রাফিক আউট পোস্টের ওসি বিবেক রাই। 
  • Link to this news (বর্তমান)