• রাজ্য ভাওয়াইয়ার ফল ঘোষণা
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বলরামপুর হাইস্কুলের মাঠে আয়োজিত ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার ফল ঘোষণা হল বৃহস্পতিবার রাতে। চারদিন ধরে চলা এই সঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম হয়েছেন দিনহাটার সোনালি বর্মন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে দার্জিলিং জেলার মাটিগাড়ার পীযূষ রায় ও জলপাইগুড়ির রিয়াঙ্কা রায়। চটকা বিভাগে মাটিগাড়ার মার্টিনা সিংহ প্রথম হয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের দিলীপ দাস ও জলপাইগুড়ি জেলার রায়গঞ্জের লাবণী রায়।   
  • Link to this news (বর্তমান)