সংবাদদাতা, নাগরাকাটা: বুধবারের পর ফের বৃহস্পতিবার দুপুরে মালব্লকের ঘিস নদী সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল সেনাবাহিনীর মর্টার সেল। এনিয়ে গত তিন মাসে ঘিস নদী এলাকায় ৬টিরও বেশি মর্টার শেল উদ্ধার করল মাল থানার পুলিস। অবশ্য এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ সেনাবাহিনী এসে মর্টার শেলটিকে নিষ্ক্রিয় করে দেয়। জানা গিয়েছে, এদিন ঘিস নদী সংলগ্ন ওই মর্টার শেলটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।