সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরায় টোটো থামাতে চালক অসম্মত হওয়ায় প্রাণ বাঁচাতে চলন্ত টোটো থেকে ঝাঁপ দিল দুই তরুণী। বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সিটি সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে দুই তরুণী একটি টোটোতে ওঠেন। তবে টোটো চালক রাস্তার উল্টো পথ ধরে বাগডোগড়ার দিকে যেতে শুরু করে। জানা গিয়েছে ওই তরুণীরা টোটো চালককে বারংবার টোটো থামাতে বললেও সে টোটো থামায়নি। এরপর ওই দুই তরুণী চিৎকার শুরু করেন। অবশেষে গোঁসাইপুর ট্রাফিক পয়েন্ট এর কাছে পৌছলে দুই তরুণীর মধ্যে একজন ডানদিকে ও আরেকজন বামদিকে ঝাঁপ দেয়। পেছনে থাকা বাইক, স্কুটি চালকেরা ওই টোটোটিকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর ওই টোটো চালক পাগলের ভান করতে শুরু করে। সে টোটোর ছাদের উপর উঠে অসংলগ্ন আচরণ করতে শুরু করে। এমনকি পুলিসের দিকেও তেড়ে আসে। বাগডোগরা থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে ওই টোটো চালককে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দা নিরেন রায় জানান, টোটো চালক টোটো না থামানোয় মেয়ে দুটি চলন্ত টোটো থেকে ঝাঁপ দেয়। পেছনে কোন গাড়ি ছিল না বলে প্রাণে বেঁচে গিয়েছে তারা। মাদকের নেশায় আসক্ত হয়েই এই কাজ করে থাকতে পারে বলে স্থানীয়দের অনুমান। এ বিষয়ে বাগডোগরা থানার ওসি পার্থসারথি দাস জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই টোটো সমেত টোটো চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।